রিপোর্ট:: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ব্রিটেনে আরও দুই বাংলাদেশীর মৃত্যু হয়েছে। এ দুজনের মধ্যে একজনের বাড়ি মৌলভীবাজারে ও অপরজনের বাড়ি হবিগঞ্জ জেলায়।মারা যাওয়া দু’জন হলেন- বৃটেনের লুটন শহরের বাসিন্দা ও বাংলাদেশের মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার ইটাউড়ি গ্রামের সৈয়দ সরোয়ার হুসেন রানা(৪৪)। তিনি গেইটউইক বিমানবন্দরের এয়ারক্রাফট ইঞ্জিনিয়ার ছিলেন।তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ১৮ এপ্রিল স্থানীয় একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।করোনা ভাইরাসে মৃত্যুবরণকারী অপরজন হলেন,বামিংহাম শহরের বাসিন্দা ও বাংলাদেশের হবিগজ্ঞ জেলার নবীগজ্ঞ আশকান্দি ইউনিয়নের সদরাবাদ পিটুয়া গ্রামের আব্দুল হক চৌধুরী। তিনি গত ১৪ এপ্রিল রবিবার ইন্তেকাল করেন। তিনি বাংলাদেশ শিক্ষাবোর্ডের কন্ট্রোলার ছিলেন।প্রসঙ্গত বৃটেনে প্রাণঘাতি করোনা ভাইরাসে গত ২৪ ঘন্টায় (মঙ্গলবার ২১ এপ্রিল) ৮ শত ২৩ জন প্রাণ হারিয়েছেন। নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৩ শত ০১ জন।গত সোমবার ৪ শত ৪৯ জন প্রাণ হারালে মঙ্গলবার দ্বিগুন বেড়েছে। গত সোমবার আক্রান্তের সংখ্যা ছিলো ৪ হাজার ৬ শত ৭৬ । মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৩ শত ৩৭। মোট আক্রান্ত ১ লক্ষ ২৯ হাজার ৪৪ জন।
সূত্র: সিলেটের সকাল।
Leave a Reply