সেনবাগ উপজেলার দিলদার হাট ও ছিলোনিয়া বাজার এলাকায় ৬টি মামলায় জামাল স্টোর, জিসান স্টোর, কামাল স্টোর কে ৫,৫০০ টাকা জরিমানা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ক্ষেমালিকা চাকমা।
বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজার এলাকায় ১টি মামলায় ৯,০০০ টাকা জরিমানা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সরওয়ার কামাল। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মাসুদুর রহমান চৌমুহনী বাজারে মোবাইল কোর্টে ইউসুফ ব্রাদার্স ও মাতৃভান্ডারকে ২,০০০ টাকা জরিমানা করেছেন।
সুবর্ণচর উপজেলার আল আমিন বাজার ও ভূইয়া হাট এলাকায় ৭টি মামলায় ৬,০০০ টাকা জরিমানা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আরিফুর রহমান।
হাতিয়া উপজেলার তমরুদ্দি বাজার এলাকায় ১২টি মামলায় ২৭,০০০টাকা জরিমানা করেছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রেজাউল করিম।
কোম্পানীগঞ্জ উপজেলার পাটোয়ারি হাট, চাপরাশিরহাট (পূর্ব) বাজার এলাকায় ১০টি মামলায় ১২,২০০টাকা জরিমানা করেছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সুপ্রভাত চাকমা
চাটখিল উপজেলার চাটখিল বাজার এলাকায় বিসমিমিল্লাহ রেক্সিন, খোকন স্টোর ও সুজ এন্ড লেদার গুডস এর ৩টি মামলায় ৩,০০০টাকা জরিমানা করেছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা কুলসুম মনি।
নোয়াখালী জেলা প্রসাশক তন্ময় দাস জানান, অত্র জেলা ও উপজেলা পর্যায়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণকে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে ও সামাজিক দূরত্ব বাস্তবায়নে জনস্বার্থে মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশেনা দেওয়া হয়েছে।
Leave a Reply