কানাইঘাট প্রতিনিধিঃ প্রজন্ম ৭১ কানাইঘাট পূর্ব চতুলের উদ্যোগে বড়চতুল ইউনিয়নের আড়াই’শ খেটে খাওয়া পরিবারে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ শনিবার বিকেল ৩টায় স্থানীয় মালিগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে উপস্থিত থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী ঈদ-উপহার সামগ্রী অসহায়দের মাঝে তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সুবেদার আফতাব উদ্দিন, বড়চতুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান, প্রজন্ম ৭১ এর প্রতিষ্ঠাতা সভাপতি উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মোঃ জাকারিয়া, মালিগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ চৌধুরী, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আব্দুল্লাহ, যুব নেতা হাবিব উল্লাহ বাহার, সংগঠনের সভাপতি আশরাফ চৌধুরী, সাধারণ সম্পাদক জাহেদ আহমদ সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। এ সময় নেতৃবৃন্দ বলেন, প্রজন্ম ৭১’র দীর্ঘদিন ধরে এলাকার আর্থ সামাজিক উন্নয়নের পাশাপাশি বিভিন্ন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করে যাচ্ছে। করোনার সংকটকালীন সময়ে এলাকার আড়াইশ পরিবারে ঈদ উপহার তুলে দেয়ায় সংগঠনের সবাইকে শুভেচ্ছা জানান তারা।
Leave a Reply