-
- দেশের খবর
- মোরগ আকৃতির মিষ্টিআলু
- আপডেট টাইম : May, 29, 2020, 4:43 pm
- 406 বার
হাবিবুর রহমান খান,জুড়ী প্রতিনিধি::মৌলভীবাজারের জুড়ী উপজেলা উত্তর জাঙ্গীরাই গ্রামের হাজী নজরুল ইসলাম এর বাড়ীর পাশে থাকা নিজ চাষের জমিতে মোরগ আকৃতির মিষ্টিআলুটি পাওয়া গেছে।
নিজস্ব জমিতে চাষ করা মিষ্টিআলু তুলতে গিয়ে পেয়ে গেলেন প্রায় আড়াই কেজি ওজনের মোরগ আকৃতির একটি মিষ্টিআলু। সে মিষ্টিআলুটি দেখতে অবিকল মোরগের মতই।
হাজী নজরুল ইসলাম এর ছেলে, এডভোকেট শাখাওয়াত হোসাইন ও এম লোকমান হোসাইন জানান, এ জমিতে প্রায় এক বছর পূর্বে মিষ্টিআলু চাষ করা হয়। বৃহস্পতিবার ২৮ মে সেই জমিতে মিষ্টিআলু তুলতে গিয়ে, মাটি খুঁড়ে প্রায় আড়াই কেজি ওজনের এ মিষ্টিআলুটি পেয়েছি।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply