Asian University for Women এবং শেভরণের যৌথ উদ্যোগে শুরু হচ্ছে সায়েন্স সামার স্কুল

মো: আবু ছালেহ::  বাংলাদেশে এই প্রথম স্কুল ছাত্রীদের জন্য শুরু হচ্ছে সায়েন্স সামার স্কুল । Asian University for Women এবং শেভরণের যৌথ উদ্যোগে প্রথমবারের মতো এই অভিনব সুযোগ তৈরি হচ্ছে বাংলাদেশে । এ বছর যারা মাধ্যমিক বা ‘ও’ লেভেল পরীক্ষা দিয়েছে কিংবা উচ্চমাধ্যমিক বা “এ’ লেভেল পর্যায়ে পড়ছে, তারা পাঁচ সপ্তাহের এই আবাসিক শিক্ষা কার্যক্রমে অংশ নিতে পারবে । এই আবাসিক প্রোগ্রামটি বিজ্ঞান গনিত নিয়ে আগ্রহী শিক্ষার্থীদের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও ক্যারিয়ার লক্ষ্য পূরুনের জন্য এটা একটি সুবর্ন সুযোগ । এই পাঁচ সপ্তাহের আবাসিক শিক্ষা কার্যক্রমে AUW নিয়মিত শিক্ষকদের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের Stanford University এবং (MIT) স্নাতক এবং Phd স্কলাররা ক্লাস নেবেন।

এক মাসের আবাসিক স্কুলটি AUW চট্টগ্রাম ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। সুযোগপ্রাপ্ত ছাত্রীরা বিশ্ববিদ্যালয়ের আবাসিক ক্যাম্পে বসবাসরত ১৭টি দেশের ছাত্রীদের সাথে থাকার মধ্য দিয়ে বিভিন্ন দেশের সংস্কৃতি সম্পর্কে ভালোভাবে জানার সুযোগও পাবে। এই সামার স্কুলে ক্লাসরুম Lecture ছাড়াও ছাত্রীদের বিভিন্ন প্রজেক্ট এবং সম্মলিত কার্যকলাপের মাধ্যমে তাদের বিজ্ঞান সম্পর্কে ধারণা আরো পরিস্কার এবং দীর্ঘস্থায়ী হবে বলে আয়োজকরা আশা করছেন।

বায়োইনফরমেটিকস, ক্ল্যাসিক্যাল মেকানিকস, ইলেককউ্রিসিটি ত্যান্ড ম্যাগনেটিজম, গনিত ও স্ট্যাটিসটিকস ফর পাবলিক হেলথ এর পাশাপাশি এস এটি পরীক্ষার প্রস্ততির উপর গুরুত্ব আরোপ করা হবে। সকল অংশগ্রহনকারী ছাত্রীরা AUW এবং Chevron থেকে Certificate & Merit পাবে । কর্মশালার শ্রেষ্ঠ ছাত্রী পাবেন AUW Chevron Emerging Women Leader Award এবং সেরা দুই ছাত্রী AUW তে পড়ার জন্য স্কলারশিপ পাবেন। এই সামার স্কুলে সিলেট জেলার জন্য কিছু আসন সংরক্ষিত হয়েছে।

প্রকল্পে আবেদনকৃত ছাত্রীদের অর্থনৈতিক অবস্থার উপর ভিত্তি করে আংশিক বা শতভাগ ছাড় পাওয়ার সুযোগ আছে এসএসসি ( O Level) বা উচ্চমাধ্যমিক ( A Level) এবং Intermediate 1“’ Year ছাত্রীদের জন্য এই স্কুলে এক মাস ব্যাপী সামার স্কুলে পড়ার সুযোগ রয়েছে। আবেদন করার শেষ তারিখ আগামী ৩০ এপ্রিল ২০১৯ইং পর্যন্ত । এই আবেদন AUW এর Website: Wwww.asian-university.org এ করা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা