এনামুল কবির মুন্নাঃসারা দেশের ন্যায় শনিবার জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু হচ্ছে।সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস জানিয়েছে, এ বছর উপজেলায় দুইটি জেএসসি ও একটি জেডিসিসহ মোট তিনটি কেন্দ্রে তিন হাজার ৮শ ৯৩জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করবে।জেএসসিতে ৩০৬১ জন ছাত্র-ছাত্রীর পরিক্ষা নিবে।

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় বর্তমান কেন্দ্র হল
সদর মডেল সরকারী উচ্চ বিদ্যালয়,দোয়ারাবাজার সরকারী কলেজ আর অতিরিক্ত হিসেবে সমুজ আলী স্কুল এন্ড কলেজ রয়েছে।জেএসসিতে আরেকটি কেন্দ্র হচ্ছে বড়খাল বহুমুখী স্কুল এন্ড কলেজ ভেন্যু জাহাংগীরগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়।

সদর মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ে ১৬৫৪জন শিক্ষাথী পরীক্ষায় অংশগ্রহণ করবে।বড়খাল বহুমুখী স্কুল এন্ড কলেজে পরীক্ষাথী ১১৩৭জন।দোয়ারাবাজার উপজেলার আমবাড়ী উচ্চ বিদ্যালয়ে ২৭০জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে সুনামগঞ্জ সদর জুবলী সরকারী উচ্চ বিদ্যালয়ে।

এদিগে জেডিসি পরীক্ষায় মোট ৮৩২ ছাত্র-ছাত্রী অংশ গ্রহণ করবে। পরীক্ষা কেন্দ্র হচ্ছে কলাউড়া ফাজিল মাদ্রাসা। বিষয়টি নিশ্চিত করেছেন কলাউড়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা কালিম উল্ল্যাহ।

দোয়ারাবাজার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো:মেহেরউল্ল্যাহ বলেন,সকল প্রস্তুতি সম্পন্ন রয়েছে। প্রথম দিনে জেএসসিতে বাংলা প্রথম পত্র জেডিসিতে ক্বোরআন মজিদ ও তাবজিদ পরীক্ষা হবে।

দোয়ারাবাজারে জেএসসি ৩০৬১জন ও জেডিসি ৮৩২জন পরীক্ষার্থী

তাজুল ইসলাম, দোয়ারাবাজার (সুনামগঞ্জ) থেকে::সুনামগঞ্জের দোয়ারাবাজারে করাতকল কেড়ে নিল মুক্তিযোদ্ধা সন্তান রবিউল মিয়ার (৪০) ডান হাতের কব্জি। গুরুতর রক্তাক্ত অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সে উপজেলার ৯ নং সুরমা ইউনিয়নের মারপসি গ্রামের মুক্তিযোদ্ধা মৃত মহরম আলীর পুত্র।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার ( ২৯ অক্টোবর) বিকাল ৪টার দিকে একই ইউনিয়নের বরকত নগর গ্রামের জকির মিয়ার মালিকাধীন স’মিলে কাঠ চিরানোর সময় করাতের চাপে রবিউলের ডান হাতের কব্জি দ্বিখন্ডিত হয়ে যায়। রবিউল ওই স’মিলে শ্রমিকের কাজ করতো।

উল্লেখ্য, বাংলাদেশ করাতকল আইনে সীমান্তের ৫ কিলোমিটার বাংলাদেশ অভ্যন্তরে করাতকল স্থাপনে লাইসেন্স প্রদান নিষিদ্ধ রয়েছে। তথাপি দোয়ারাবাজার উপজেলা সীমান্তের নিষিদ্ধ এলাকাজুড়ে রয়েছে বিভিন্ন হাট-বাজারে লাইসেন্স বিহীন স’মিলের ছড়াছড়ি। প্রশাসনের অভিযানে মাঝে মধ্যে লাইসেন্স বিহীন কিছু সংখ্যক স’মিল জব্দ করে যন্ত্রপাতি নিয়ে গেলেও কোন অদৃশ্য কারণে কিছুদিন পর আবারও তৎপর হয়ে উঠে স’মিল ব্যবসায়ীরা। এ ছাড়া কোনো কোনো স’মিলে চোরাইপথে আসা ভারতীয় বিভিন্ন প্রজাতির কাঠের ছড়াছড়ি বিদ্যমান থাকার অভিযোগ রয়েছে।

দোয়ারাবাজারে করাতকল কেড়ে নিল মুক্তিযোদ্ধা সন্তানের হাতের কব্জি

ফেসবুকে আমরা