রত্নদীপ দাস রাজু::সিলেটস্থ ভাটি বাংলা ছাত্র কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত সিলেট নগরীর আলোচিত পনিটুলায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের ছাত্র-ছাত্রীদের হাতে শিক্ষা উপকরন তুলে দেন শাবিপ্রবির ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সুপ্রাজিত চৌধুরী, শাবিপ্রবির প্রশাসনিক কর্মকর্তা রাসেন্দ্র দাশ , পুলিশ সার্জেন্ট স্বপন তালুকদার, সংগঠনের সভাপতি জার্নেল চৌধুরী জনি,
শাবিপ্রবি ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক মৃন্ময় দাস ঝুটন, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মৃদুল দাশ অপু, সংগঠনের সিনিয়র সদস্য কামদেব দাস, অর্থ সম্পাদক শিশির দাস, সিনিয়র সদস্য সুদিপ দাস, নাইম জামান, রাজিব সরকার গোবিন্দ দাস প্রমুখ।
ক্ষতিগ্রস্ত দীপেশ দাশ এর স্ত্রী ও সৃষ্টি দাসের হাতে আর্থিক সহযোগীতা প্রদান করা হয়। উল্ল্যেখ্য উক্ত অনুষ্ঠানে আর্থিক অনুদান দাতাদের মধ্যে অস্ট্রেলিয়া ছাত্রলীগের সাধারন সম্পাদক মিকু চৌধুরী ওও পুলিশ সার্জেন্ট মাহবুব অনুপস্থিত ছিলেন।