সিলেট প্রতিনিধি:: ‘২৫ হাজার টাকায় আসন্ন এসএসসি পরীক্ষার ফলাফলে গোল্ডেন জিপিএ ৫ মিলবে’এমন প্রতিশ্রুতিতে একটি প্রতারক চক্র মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছিল টাকা। র‌্যাব-৯ সেই প্রতারক চক্রের একটি দলকে আটক করেছে র‌্যাব-৯

আজ দুপুরে সিলেট নগরীর মেজরটিলাস্থ র‌্যাব-৯ সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ প্রতারক চক্রের তথ্য তুলে ধরেন অধিনায়ক লেফটেনেন্ট কর্ণেল আলী হায়দার আজাদ আহমদ।

তিনি বলেন, মঙ্গলবার রাতে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের বিরাইম পুর এলাকা থেকে প্রশ্ন ফাঁস ও পরীক্ষার ফলাফল জালিয়াতির সাথে জড়িত ৪ জনকে আটক করা হয়। এদের সকলের বয়স উনিশের নিচে। তারা এসএসসি ও এইচএসসিসহ পাবলিক পরীক্ষার প্রশ্ন ফাঁস ও ফলাফল পরিবর্তন করে দেয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা হাতিয়ে নিচ্ছিল। তাদের ফেইসবুক আইডিতে পাওয়া যায় অনেক পরীক্ষার্থীর সার্টিফিকেট ও মার্কসীটের কপি। এছাড়া তাদের মোবাইলে প্রশ্নপত্র ও নগদ অর্থের আদান প্রদানের প্রমাণ পাওয়া যায়।

তিনি জানান, তারা ফলাফলের ক্ষেত্রে গোল্ডেন জিপিএ ৫ পঁচিশ হাজার টাকা ও জিপিএ ৫ সাড়ে বারো হাজার টাকা নির্ধারণ করে প্রতারণা করছিল।

 ‘২৫ হাজার টাকায় গোল্ডেন জিপিএ ৫’

হবিগঞ্জ প্রতিনিধি ॥ বিএনপির সাংগঠনিক সম্পাদক সিলেটের কৃতি সন্তান এম ইলিয়াছ আলীর সন্ধানের দাবীতে হবিগঞ্জে জেলা বিএনপি ও অঙ্গসংঘঠনের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ এপ্রিল) দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাবে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট এনামুল হক সেলিম। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা তাতীদলের আহ্বায়ক সৈয়দ তোফায়েল ইসলাম কামাল, জেলা ওলামাদলের সভাপতি ক্বারী কবির আহমেদ, কেন্দ্রীয় ছাত্রদল নেতা আমিনুল ইসলাম বাবুল প্রমুখ।

বক্তারা এম ইলিয়াছ আলীর সন্ধানের জন্য সরকারের কাছে দাবী জানান।

ইলিয়াছ আলীর সন্ধানের দাবীতে হবিগঞ্জে জেলা বিএনপির প্রতিবাদ সভা

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জের নবীগঞ্জে ধানের জমি (খলা) দখল নিয়ে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ অন্তত অর্ধশতাধিক লোকজন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় ২০ জনকে সন্ধ্যায় হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, জেলার নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নে রমজানপুর গ্রামের প্রদীপ সরকারের সাথে একই গ্রামের প্রবীন্দ্র সরকারের মধ্যে ধানের জমি নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে।

এর জের ধরে সোমবার (১৬ এপ্রিল) বিকেলে বিরোধপূর্ণ জমি প্রদীপ সরকারের লোকজন দখল করতে গেলে প্রতিপক্ষের লোকজন বাধা দেয়। এ নিয়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘন্টাব্যাপী সংঘর্ষে মহিলাসহ অন্তত ৫০ জন আহত হয়।

খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় ২০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ আহত অর্ধশতাধিক

ফেসবুকে আমরা