হবিগঞ্জ প্রতিনিধি ॥ ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরে জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় ইউনিক পরিবহনের বাসের চাপায় এক মোটর সাইকেল আরোহী স্কুল ছাত্র নিহত হয়েছে। নিহত হলেন মাধবপুর উপজেলার মধ্য বেজুড়া গ্রামের মফিজ মিয়ার পুত্র সাইফুল ইসলাম (২২)।

সূত্র জানায়, নিহত সাইফুল ইসলাম পারিবারিক কাজে শনিবার (৩মার্চ) বিকেলে জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে মোটর সাইকেল যোগে মাধবপুরের উদ্দেশ্যে রওয়ানা দিয়ে কিছু সামনের দিকে এগিয়ে গেলে ঢাকা থেকে সিলেটগামী ইউনিক পরিবহনের একটি বেপরোয়া বাস তার মোটর চাপা দেয়। এতে মোটর সাইকেলটি ধুমড়ে মুছড়ে যায় এবং ঘটনাস্থলে সাইফুল নিহত হন।

এ সময় উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে রাখে এবং ইউনিক পরিবহনের বাসটি ইট পার্কেল ছুরে গ্ল্যাস ভাংচুর করে।

খবর পেয়ে মাধবপুর থানার এসআই জাহাঙ্গীর আলম ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করেন এবং নিহতের লাশ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে মর্গে প্রেরণ করে। এস আই জাহাঙ্গীর আলম এ ঘটনার সত্যতা স্বীকার করেন।

মাধবপুরে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত

মোঃ জামাল মিয়া,ভৈরব প্রতিনিধি:: জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সপ্তাহ উপলক্ষ্যে ভৈরবে ২ দিনব্যাপী ৩৯ তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে । উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (২৮ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা আহমেদ ।

এ সময় উপস্থিত ছিলেন সহকারি কর্মকর্তা (ভূমি ) জাকির হোসেন ,শিক্ষা কর্মকর্তা সৈয়দ শাহরিয়ার মেনজিস,একাডেমিক সুপার ভাইজার স্বপ্না বেগম,যুব উন্নয়ন কর্মকর্তা জলি বদন তৈয়বা প্রমূখ ।

পরে তিনি মেলার বিভিন্ন ষ্টল পরিদর্শন করেন । মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ১৫ টি ষ্টল স্থান পায় ।প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত মেলা চলবে ।

ভৈরবে ২ দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু

ফেসবুকে আমরা