ছাদেকুল ইসলাম রুবেল গাইবান্ধা প্রতিনিধিঃগাইবান্ধায় সদরে নদে গোছল করতে গিয়ে স্কুল ছাত্র নিলয়(৬) ৬ ঘন্টা নিখোঁজ।
ঘটনাটি ঘটে সদর উপজেলার কামারজানি বন্দরে বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে।সে কামারজানি গোঘাট গ্রামের রেজাউল করিমের ছেলে।
নিলয় কামারজানি মার্চেন্ট স্কুলে ছাত্র ।
স্থানীয়রা জানায়, নিলয় তার বন্ধু শাকিল ও রানার সাথে দুপুরে ব্রহ্মপুত্রে গোসল করতে নামে। গোসল শেষে রানা ও শাকিল পানি থেকে উঠেলেও নিলয়কে দেখতে না পেয়ে চারদিকে খোঁজাখুঁজি করতে থাকে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত সন্ধ্যা(৬.৩০) পর্যন্ত নিলয়কে অনেক খোঁজা খুজির পরেও সন্ধান পাওয়া যাচ্ছে না।
খবর পেয়ে গাইবান্ধা ফায়ার সার্ভিসের সদস্যরা নদীতে নেমে খোঁজাখুঁজি অহ্যাহত রেখেছেন।
সন্ধ্যায় রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরীরা ঘটনাস্থলের এসে উদ্ধরের কাজে যোগ দেন।