কানাইঘাট প্রতিনিধিঃ জমিয়তে তালাবা কানাইঘাট উপজেলা শাখার ১৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়ছে।এহসানে এলাহীকে আহবায়ক ও মারুফ জাকিরকে সদস্য সচিব করে এ আহবায়ক কমিটি গঠন করা হয়। এ-উপলক্ষ্যে সোমবার বাদ মাগরিব জমিয়তে তালাবা বাংলাদেশ কানাইঘাট উপজেলা শাখার উদ্যোগে দারুল উলুম কানাইঘাট মাদরাসা’র জমিয়ত কার্যলয়ে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়।
জমিয়তে তালাবা বাংলাদেশ কানাইঘাট উপজেলা শাখার সভাপতি হাঃ এহসানে এলাহীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাঃ সিদ্দিক আহমদের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন জমিয়তে উলামা বাংলাদেশ কানাইঘাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওঃ ক্বারী হারুনুর রশীদ চতুলী, জমিয়তে তালাবা বাংলাদেশ’র সাধারণ সম্পাদক মাওঃ আসআদ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মৌঃ জুনায়েদ শামসী, সাহিত্য সম্পাদক হাঃ রশীদ আহমদ, কানাইঘাট উপজেলা জমিয়তে তালাবার সাংগঠনিক সম্পাদক রায়হান উদ্দীন, কানাইঘাট মাদরাসা জমিয়তে তালাবার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, কানাইঘাট সদর জমিয়তে তালাবার সাধারণ সম্পাদক হাঃ মোহাম্মদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মারুফ, পৌর তালাবার সাংগঠনিক সম্পাদক হাঃ মারুফ, ৭নং ইউ/পি তালাবার সাংগঠনিক সম্পাদক হাঃ জুনেদ আহমদ, আব্দুল্লাহ, আবুল ফয়েজ, আব্দুল ক্বাদির, মারুফ আহমদ প্রমূখ।
সভায় আগামী ১মাসের মধ্যে প্রতিটি ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি গঠন সম্পন্ন করে উপজেলার কাউন্সিলের প্রস্তুতী গ্রহণ করার সিদ্ধান্ত হয়।