আউশকান্দি নবীগঞ্জ অটোরিক্সা সিএনজি শ্রমিক সমিতির নির্বাচন শুক্রবার

সংবাদদাতা: নবীগঞ্জ উপজেলার আউশকান্দি নবীগঞ্জ অটোরিক্সা সিএনজি শ্রমিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামী ২৬ জুলাই শুক্রবার আউশকান্দি র.প. উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৮ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ভোট গ্রহন কার্যক্রম চলবে। ১২টি পদে উক্ত নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রায় ৪শ রেজিষ্ট্রেশনকৃত শ্রমিক তাদের ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব বাছাই করবেন। নবীগঞ্জ উপজেলার সর্ব বৃহৎ এই শ্রমিক সংগঠনের নির্বাচন সমিতি গঠনের প্রায় ২৮ বছর পর প্রথম সরাসরি ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করা হচ্ছে। তাই এই নির্বাচনকে সামনে রেখে জমজমাট প্রচারণা চলছে। পোষ্টার ,লিফলেট ব্যানারে ছেয়ে গেছে ঐ এলাকার দোকানপাট, হাট বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ন স্থানগুলো। দিবারাত্রির প্রচারণায় শ্রমিক সংগঠনের নেতাকর্মীদের ঘুম নেই। প্রতিটি পদে তীব্র প্রতিদ্বন্দ্বীতায় আভাস পাওয়া গেছে। এই নির্বাচন উপলক্ষে গঠিত ৭ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। যে সব পদে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বীতা করছেন তার মধ্যে সভাপতি পদে তিন জন হচ্ছেন সাবেক সভাপতি খালেদ আহমদ জজ( আনারস) দিলশাদ আহমদ ( চেয়ার) ও কাজল মিয়া( ছাতা) সহ সভাপতি পদে তিন জন হলেন মোঃ ময়নুদ্দিন (দোয়াত কলম) মোঃ পাপ্পু মিয়া ( মাছ) মোঃ লালিছ মিয়া( চাকা) সাধারণ সম্পাদক রোমান আহমদ মোরগ) মোঃ মাইদুল ইসলাম ( ফুটবল) মোঃ লিয়াকত খান ( হরিণ) যুন্ম সম্পাদক আব্দুল আহাদ রাজু ( প্রজাপতি) মোঃ শাহজাহান মিয়া( হাত পাখা) সাংগঠনিক সম্পাদক জুবেল মিয়া ( কবুতর) মহসিন মিয়া ( মোটর সাইকেল) মুশাহিদ আলী (হাঁস) কোষাধ্যক্ষ মোঃ ফরিদ মিয়া ( মোমবাতি) মোঃ আল আমিন ( কলস) সদস্য পদে নাসির উদ্দিন( তালা) সোহেল আহমদ( ঘোড়া) ফখরুল আমিন( গোলাপ ফুল) ফয়সল আহমদ (ডাব) রোহেল আহমদ ( তালগাছ) এছাড়া দপ্তর সম্পাদক পদে মোঃ আব্দুল হালিম ও প্রচার সম্পাদক পদে রোমান মিয়া বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে নির্বাচন কমিশনার এম,এ আহমদ আজাদ বলেন, আমরা সুষ্টু সুন্দর ভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। প্রশাসন , সাংবাদিক ,জন প্রতিনিধি ও সমাজের গুরুত্বপূর্ন ব্যক্তিদের নির্বাচন পর্যবেক্ষনের জন্য দাওয়াত করা হয়েছে। ভোটের দিন নিরাপত্তার জন্য অতিরিক্ত দাঙ্গা পুলিশ মোতায়েন থাকবে। এছাড়া গ্রাম পুলিশসহ আমাদের বিশেষ বাহিনীর সেচ্ছাসেবক টিম থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা