সংবাদদাতা:নবীগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা গতলকাল সোমাবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে অনুষ্টিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ বিন হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় চুরি ডাকাতি প্রতিরোধে টহল ব্যবস্থা জোরদার, জোয়ারিদের আইনের আওতায় এনে আইনানুগ ব্যবস্থা
এবং নবীগঞ্জ শহরকে যানজটমুক্ত রাখতে গুরাত্বারোপ করা হয়। সভায় বক্তব্য রাখেন, নবীগঞ্জ অফিসার ইনচার্জ ইকবাল হোসেন, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ আব্দুস সামাদ, শিক্ষা অফিসার পঞ্চানন কুমার সানা, নবীগঞ্জ পল্লী বিদ্যুতের ডিজিএম মোঃ আব্দুল বারি,
ইউপি চেয়ারম্যান ইজাজুর রহমান, আলী আহমেদ মুছা, সাজু আহমদ চৌধুরী, সত্যজিত দাশ, আশিক মিয়া, বজলুর রহমান, আবু সিদ্দিক, মুহিবুর রহমান হারুন, মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ সইফা রহমান কাকুলী প্রমূখ।