নবীন, নোয়াখালী প্রতিনিধি: নোাখালীর বেগমগঞ্জ উপজেলায় সুমন বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড ও জোড়া খুনসহ একাধিক মামলার পলাতক আসামী আব্দুল করিম রয়েলকে অস্ত্রসহ গ্রেফতার করেছে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ।
থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান শিকদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে রয়েলকে উপজেলার একলাশপুর ইউনিয়ন থেকে গ্রেফতার করে তার দেয়া তথ্য মতে কবরস্থান থেকে ১টি লোহার তৈরী পাইপগান, ১টি কার্টুজ ও ৩টি ছুরি উদ্ধার করে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে থানায় খুন, অস্ত্র,মারামারিসহ একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।