গণহত্যা দিবস উপলক্ষ্যে কানাইঘাটে প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

কানাইঘাট প্রতিনিধিঃ ২৫ শে মার্চ গণহত্যা দিবস উপলক্ষে কানাইঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে স্মৃতিচারণ ও এক আলোচনা সভা গতকাল সোমবার সকাল ১১ টায় উপজেলা সভা কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানার সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) লুসিকান্ত হাজং এর পরিচালনায় গণহত্যা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়মীলীগের আহবায়ক সাবেক মেয়র লুৎফুর রহমান। ১৯৭১ সনের ২৫ শে মার্চের কালো রাত্রিতে পাকিস্তানী হানাদার বাহিনী কর্তৃক ঢাকাসহ সারা দেশে নিরস্ত্র মুক্তিকামী মানুষের উপর গণহত্যার বর্ণনা তুলে ধরে বক্তব্য রাখেন, কানাইঘাট সরকারী কলেজের উপাধক্ষ্য লোকমান হোসেন, কৃষি কর্মকর্তা কাজী আনোয়ার হোসেন, মৎস্য কর্মকর্তা ফারজানা আক্তার, বাণীগ্রাম ইউপির চেয়ারম্যান মাসুদ আহমদ, বীর মুক্তিযোদ্ধা সুবেদার আফতাব উদ্দিন, থানার সেকেন্ড অফিসার স্বপন চন্দ্র সরকার, সহকারী প্রকৌশলী সাহিদ আহমদ, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সাবেক সম্পাদক এখলাছুর রহমান, কানাইঘাট পল্লী বিদ্যুত জোনাল অফিসের ডিজিএম শাহীন রেজা ফরাজী, উপজেলা যুবলীগের আহবায়ক এনামুল হক, শ্রমীকলীগের সভাপতি জসিম উদ্দিন প্রমুখ। সভায় বক্তারা বলেন, ২৫ শে মার্চের কালো রাত্রিতে সেদিন পূর্ব পাকিস্তানের স্বাধীনতাকামী নিরস্ত্র জনতার উপর তৎকালীন পাকিস্তান শাষক গোষ্ঠি যে গণহত্যা চালিয়ে ছিল তা পৃথিবীর ইতিহাসে এক জগন্যতম অধ্যায়। এ গণহত্যার প্রতিরোধের মধ্য দিয়ে বাঙ্গালী জাতির মহান নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহবানে আপামর জনতা পাকিস্তানী সামরীক জান্তার বিরোদ্ধে রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতাকে ছিনিয়ে আনতে সক্ষম হন। বীর শহীদরা যে স্বপ্ন নিয়ে নিজেদের জীবন বিলিয়ে দিয়ে আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছেন তাদের স্বপ্নের বাংলাদেশ আজ সবদিক থেকে এগিয়ে যাচ্ছে। এই অর্জন আমাদের সবাইকে ঐক্যবদ্ধ ভাবে ধরে রাখতে হবে বলে বক্তারা সকলের প্রতি আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা