ইনাতগঞ্জ ফারিয়া উদ্যোগে বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট :: নবীগঞ্জ উপজেলার  ইনাতগঞ্জ ঔষধ কোম্পানির প্রতিনিধিদের সংগঠন ফারিয়া উদ্যোগে গত ২১ ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সদস্যরা তাদের পরিবার ও শিশু সন্তানদের নিয়ে এই আনন্দভ্রমণে অংশ নেন।

এবারের বনভোজনের গন্তব্য ছিল মৌলভীবাজারের লরেন হিলস পার্ক ও শ্রীমঙ্গলের বধ্যভূমি ৭১। সকাল সাড়ে ৮টায় ইনাতগঞ্জ থেকে বাস রওনা দেয় লরেন হিলস পার্কের উদ্দেশ্যে। পার্কে পৌঁছানোর পর শিশুদের জন্য বিশেষ বিনোদনের ব্যবস্থা করা হয়, যার মধ্যে ছিল খেলনার রাজ্য, বিভিন্ন রাইড ও সুইমিং পুল। পরিবারের সদস্যরা একসঙ্গে আনন্দঘন সময় কাটান এবং দলবেঁধে ছবি তোলেন।

বেলা ২টায় বনভোজন দল শ্রীমঙ্গলের দার্জিলিং টিলার উদ্দেশ্যে রওনা দিলেও অতিরিক্ত ভিড়ের কারণে সিদ্ধান্ত পরিবর্তন করে শ্রীমঙ্গলের বধ্যভূমি ৭১-এ যাত্রা করা হয়। সেখানে শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন করা হয় এবং স্বাধীনতা যুদ্ধের স্মৃতিচারণ করা হয়।

এরপর শুরু হয় বিভিন্ন প্রতিযোগিতা, যেখানে পুরুষ, নারী ও শিশুদের জন্য আলাদা আলাদা ইভেন্ট আয়োজন করা হয়।প্রতিযোগিতাসহ নানা খেলাধুলায় অংশ নিয়ে সবাই আনন্দ উপভোগ করেন।

বিকেলে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বনভোজনে অংশগ্রহণকারীরা সন্তুষ্টি প্রকাশ করে জানান, এটি তাদের জন্য এক স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে এবং প্রতি বছর এমন আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

সংগঠনের নেতারা জানান, এ ধরনের আয়োজন পারস্পরিক সৌহার্দ্য বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং ভবিষ্যতেও আরও বড় পরিসরে এমন উদ্যোগ নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা