ঈদ কার্ড: ফেলে আসা সময়ের রঙিন অনুভূতি

ডেস্ক রিপোর্ট ::

একটা সময় ছিল, যখন ঈদের আনন্দ শুধু নতুন জামাকাপড়, সেমাই-পায়েস আর আতর-টুপিতেই সীমাবদ্ধ ছিল না। ঈদ মানেই ছিল একরাশ ভালোবাসা আর মনের গভীর অনুভূতি ভাগাভাগি করার এক অনন্য উৎসব। আর এই অনুভূতি প্রকাশের অন্যতম মাধ্যম ছিল ঈদ কার্ড।

সাদা, নীল, গোলাপি কিংবা রঙিন কাগজের উপর ঝলমলে ডিজাইন, দোয়া-শুভকামনার বাক্য, আর হাতে লেখা কিছু আবেগঘন শব্দ—এসবই ছিল ঈদ কার্ডের সৌন্দর্য। নব্বইয়ের দশকে ঈদ কার্ড বিনিময় ছিল বন্ধুত্ব, ভালোবাসা আর পারস্পরিক সম্পর্কের মধুর এক স্মৃতি।

 

রমজান এলেই দোকানে দোকানে সাজানো থাকত ঈদ কার্ডের বিশাল সমাহার। হুমায়ূন আহমেদের উক্তি খচিত কার্ড, প্রিয় নায়কদের ছবি দেওয়া কার্ড, কিংবা ইসলামী ক্যালিগ্রাফির সৌন্দর্যে মোড়ানো কার্ড—সব ধরনের কার্ডই ছিল বাজারে। বন্ধুর জন্য আলাদা, পরিবারের জন্য আলাদা, আর প্রিয়জনের জন্য একদম বিশেষ কিছু কার্ড থাকত তালিকায়।

স্কুল-কলেজের বন্ধুরা ঈদের আগে গোপনে কার্ড কিনে রাখত, অপেক্ষা করত ঈদের চাঁদ দেখার। ঈদের সকালে নামাজের পরই শুরু হতো ঈদ কার্ড বিলি। যার কাছে যত বেশি কার্ড, তার তত বেশি জনপ্রিয়তা! আর বিশেষ কার্ড মানেই ছিল বিশেষ অনুভূতি—যা হয়তো মুখে বলা যেত না, কিন্তু কার্ডের শব্দে নিঃশব্দে প্রকাশ পেত।

 

দিন বদলেছে, বদলে গেছে মানুষের যোগাযোগের মাধ্যম। হাতে লেখা চিঠি আর ঈদ কার্ডের জায়গা দখল করেছে ডিজিটাল শুভেচ্ছা বার্তা। এখন মুঠোফোনের এক ক্লিকেই চলে যায় অ্যানিমেটেড ঈদ মোবারক বার্তা, ইমোজি, জিআইএফ কিংবা তৈরি করা ডিজিটাল কার্ড। কিন্তু সেই কাগজের ঈদ কার্ডের উষ্ণতা কি এই ভার্চুয়াল বার্তায় মেলে?

আজকের প্রজন্মের কাছে ঈদ কার্ড শুধুই ইতিহাস। তারা জানেই না, হাতের লেখার সেই উষ্ণতা, মনোযোগ দিয়ে কার্ড নির্বাচন করার আনন্দ, আর ডাকপিয়নের অপেক্ষার রোমাঞ্চ কেমন ছিল।

 

নস্টালজিয়া সবসময় এক শক্তিশালী অনুভূতি। তাই প্রযুক্তির যুগেও কি আমরা ঈদ কার্ডকে ফিরিয়ে আনতে পারি না? ডিজিটাল প্রিন্টিং-এর যুগে হয়তো হাতে লেখা কার্ডের প্রচলন কমে গেছে, কিন্তু একটি কার্ডের মূল্য যে একটি সাধারণ মেসেজের চেয়েও অনেক বেশি!

এবার ঈদে আমরা কি আবার পুরনো দিনগুলোর মতো ঈদ কার্ড বিনিময় করতে পারি না? একটি ছোট্ট কাগজের টুকরো হতে পারে হাজারো অনুভূতির বাহক। আমাদের আবেগকে ফিরে পাওয়ার জন্য, সম্পর্কগুলোকে আরও দৃঢ় করার জন্য, আর নস্টালজিক স্মৃতিগুলোকে নতুন করে বাঁচিয়ে রাখার জন্য—চলো, আবার ঈদ কার্ডের সংস্কৃতি ফিরিয়ে আনি!

ঈদ মোবারক!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা