এনসিপি থেকে তাসনিম জারার পদত্যাগ

ডেস্ক রিপোর্ট:: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা। শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন এনসিপির যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এনসিপির প্রার্থী হিসেবে ঢাকা-৯ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা থাকলেও শেষ পর্যন্ত দলীয় প্রার্থিতা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তাসনিম জারা। নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি জানান, এবারের নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৯ আসন থেকে অংশ নেবেন।

খিলগাঁও, সবুজবাগ ও মুগদা এলাকার ভোটারদের উদ্দেশে দেওয়া বার্তায় তাসনিম জারা বলেন, তিনি এই এলাকারই সন্তান। খিলগাঁওয়ে তার জন্ম ও বেড়ে ওঠা। একটি রাজনৈতিক দলের ব্যানারে সংসদে গিয়ে এলাকার মানুষের পাশাপাশি দেশের সেবা করার স্বপ্ন থাকলেও বাস্তব পরিস্থিতির কারণে তিনি কোনো দল বা জোটের প্রার্থী না হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি আরও বলেন, জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার লড়াই তিনি চালিয়ে যাবেন। যে কোনো পরিস্থিতিতেই নিজের অঙ্গীকার বাস্তবায়নে তিনি দৃঢ়প্রতিজ্ঞ। সে কারণেই তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
দলীয় প্রার্থিতার সুবিধা প্রসঙ্গে তাসনিম জারা উল্লেখ করেন, একটি দলের প্রার্থী হলে স্থানীয় অফিস, সংগঠিত কর্মী বাহিনী এবং প্রশাসনের সঙ্গে যোগাযোগের সুযোগ থাকে। কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসেবে এসব সুবিধা তিনি পাবেন না।

তিনি বলেন, এই নির্বাচনে তার একমাত্র শক্তি ও ভরসা সাধারণ মানুষ। নিজের সততা, নিষ্ঠা এবং নতুন রাজনীতি করার দৃঢ় ইচ্ছাশক্তির ওপর বিশ্বাস রেখে ভোটারদের সমর্থন কামনা করেন তিনি।

এনসিপির এই কেন্দ্রীয় নেতা জানান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে ঢাকা-৯ আসনের ৪ হাজার ৬৯৩ জন ভোটারের সমর্থনসূচক স্বাক্ষর সংগ্রহের কার্যক্রম আগামীকাল থেকে শুরু করবেন তিনি। একই সঙ্গে নির্বাচনী তহবিল সংগ্রহে প্রাপ্ত অর্থ ফেরত দেওয়ার প্রতিশ্রুতিও দেন তাসনিম জারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা