-
- জাতীয়
- ওসমানীনগরে ২২ বোতল বিদেশী মদসহ ৩ জন গ্রেফতার
- আপডেট টাইম : July, 30, 2018, 7:06 pm
- 861 বার
শাহীন চৌধুরী ওসমানীনগর সিলেট:: সিলেটের ওসমানীনগরে ২২ বোতল বিদেশী মদসহ ৩ জনকে আটক করেছে ওসমানীনগর থানা পুলিশ। সোমবার (৩০ জুলাই) রাত অনুমানিক ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী মাহমুদ এর নেতৃত্বে এক দল পুলিশ
উপজেলার তাজপুর ইউনিয়নের পাঁচপাড়া গ্রামে অভিযান চালিয়ে মৃত আব্দুল হাই এর ছেলে মদ বিক্রেতা মিলাদ মিয়া (৩২), তার স্ত্রী পারভীন বেগম (২৮) ও বালাগঞ্জ উপজেলার বুরবুরিয়া গ্রামের আব্দুল হামিদের পুত্র মো. দয়াল মিয়াসহ ৩ জনকে আটক করা হয়েছে ।
এ সময় মিলাদ মিয়ার বসত ঘর থেকে ২২ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়, যার অনুমানিক বাজার মূল্য ২৮ হাজার টাকা।
ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী মাহমুদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন আটকৃতদের বিরুদ্ধে মাদক বিরোধী আইনে মামলার প্রস্তুতি অব্যাহত রয়েছে । তিনি আরো জানান ওসমানীনগরকে মাদক মুক্ত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply