ছাত্রদল সমর্থিত প্যানেল জয় পেল ৫টিতে, স্বতন্ত্র ১ জকসুতে ছাত্রশিবিরের বড় জয়

ডেস্ক রিপোর্ট ::

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেল থেকে জয়ী ভিপি পদে রিয়াজুল ইসলাম (মাঝে), জিএস আব্দুল আলিম আরিফ (বাঁয়ে) ও এজিএস মাসুদ রানা সমকাল

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ভিপি, জিএস ও এজিএসসহ ২১টি পদের ১৫টিতে বিপুল ভোটে জয়ী হয়েছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের প্রার্থীরা। ছাত্রদলের সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল থেকে পাঁচটি পদে প্রার্থীরা জয়ী হয়েছেন। সদস্য পদে একজন স্বতন্ত্রপ্রার্থী জয়ী হন।
সর্বশেষ গতকাল বুধবার রাত ১টায় প্রধান নির্বাচন কমিশনার মোস্তফা হাসান ফলাফল ঘোষণা করেন।

কেন্দ্রীয় সংসদের সহসভাপতি (ভিপি) পদে শিবির সমর্থিত প্যানেলের মো. রিয়াজুল ইসলাম পেয়েছেন ৫ হাজার ৫৫৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের এ কে এম রাকিব পেয়েছেন ৪ হাজার ৬৮৮ ভোট। সাধারণ সম্পাদক (জিএস) পদে শিবির সমর্থিত আব্দুল আলিম আরিফ পেয়েছেন ৫ হাজার ৪৭৫ ভোট।  ছাত্রদলের খাদিজাতুল কুবরা পেয়েছেন ২ হাজার ২২৩ ভোট। এজিএস পদে শিবির সমর্থিত মাসুদ রানা পেয়েছেন ৫ হাজার ২০ ভোট। ছাত্রদল সমর্থিত বি এম আতিকুর রহমান তানজিল পেয়েছেন ৪ হাজার ২২ ভোট।
শিবির সমর্থিত প্যানেল থেকে বিজয়ী অন্যরা হলেন– মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রবিষয়ক সম্পাদক মো. নূর নবী, শিক্ষা ও গবেষণা সম্পাদক ইব্রাহিম খলিল, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মোসা. সুখীমন খাতুন, আইন ও মানবাধিকারবিষয়ক সম্পাদক হাবীব মোহাম্মদ ফারুক, স্বাস্থ্য ও পরিবহন সম্পাদক নূর মোহাম্মদ, সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক নওশীন নাওয়ার জয়া ও ক্রীড়া সম্পাদক জরসিজ আনোয়ার নাঈম।

ছাত্রদলের প্যানেল থেকে পাঠাগার ও সেমিনার সম্পাদক পদে রিয়াস আল রাকিব, পরিবহন সম্পাদক পদে মাহিদ হোসেন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে তাকরিম আহমেদ জয়ী হয়েছেন।
শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেল থেকে সদস্য পদে জয়ী হয়েছেন ফাতেমা আক্তার, আকিব হাসান, শান্তা আক্তার ও মো. আব্দুল্লাহ আল ফারুক।
ছাত্রদলের ঐক্যবদ্ধ জবিয়ান প্যানেল থেকে সদস্য পদে জয়ী হন মো. সাদমান আমিন, ইমরান হাসান ইমন। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী জাহিদ হাসান
জয়ী হয়েছেন।
এর আগে গত মঙ্গলবার সন্ধ্যা ৬টায় ভোট গণনা শুরু হলে যান্ত্রিক জটিলতা দেখা দেয়। ফলে প্রায় ৫ ঘণ্টা ভোট গণনা বন্ধ রেখে রাত ১২টার পর ভোট গণনার কাজ শুরু হয়। উপাচার্য, ছাত্র সংগঠনগুলো ও নির্বাচন কমিশনারদের যৌথ সভায় প্রথমে ম্যানুয়ালি এবং পরে মেশিনে সব ভোট গণনার সিদ্ধান্ত নেওয়া হয়।
রাত ১২টা থেকে বুধবার ভোর ৫টা পর্যন্ত একটি কেন্দ্রের ভোট গণনা করা হয়। ফল প্রকাশ করা শুরু হয় সকাল সাড়ে ৮টা থেকে। প্রথমে ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগ, নৃবিজ্ঞান, লোকপ্রশাসন ও ফার্মাসি বিভাগের ফলাফল ঘোষণা করা হয়। সকাল থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত মোট ২৮টি কেন্দ্রের ফল ঘোষণা করা হয়েছে।
ফলাফল নিয়ে প্রতিক্রিয়া
শিবির সমর্থিত ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম বলেন, ‘ছাত্রদের স্বতঃস্ফূর্ত ভোটে আমরা জয় পেয়েছি। আমরা শিক্ষার্থীদের নিয়ে কাজ করব ইনশাআল্লাহ।
জয়লাভ নিয়ে জকসু নির্বাচনে জিএস প্রার্থী আব্দুল আলিম আরিফ বলেন, জকসু স্থগিত হওয়ার কারণে শিক্ষার্থীদের মন ভেঙে গিয়েছিল। অবাধ, সুষ্ঠু নির্বাচন হয়েছে। এটা কারও পরাজয় নয়। এটা জবিয়ানদের বিজয়। আমরা সবাইকে নিয়েই কাজ করে যাব। ক্যাম্পাসের উন্নয়নে সবাইকে নিয়ে কাজ করা জরুরি। আমরা তেমনটাই করব।
এজিএস পদে জয়লাভ করে মাসুদ রানা বলেন, শিক্ষার্থীদের দাবিগুলো আদায়ে আমরা তাদের নিয়ে কাজ করব।
ভোট গণনা প্রসঙ্গে নির্বাচন কমিশনার কানিজ ফাতেমা কাকলি বলেন, ‘যান্ত্রিক ত্রুটির কারণে কিছু সময় গণনা বন্ধ রাখতে হয়েছিল। তবে ম্যানুয়াল ও মেশিন– দুই পদ্ধতিতে ফল যাচাই করে ঘোষণা দেওয়া হয়েছে। স্বচ্ছতা ও নির্ভুলতা নিশ্চিত করেই চূড়ান্ত ফল প্রকাশ হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা