জন্ম-মৃত্যু নিবন্ধনে নবীগঞ্জের ইউএনও রুহুল আমিন শ্রেষ্ঠ নির্বাহী কর্মকর্তা

নবীগঞ্জ সংবাদদাতা :জন্ম ও মৃত্যু নিবন্ধন শতভাগ নিশ্চিত করার কৃতিত্বে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: রুহুল আমিন শ্রেষ্ঠ নির্বাহী কর্মকর্তা নির্বাচিত হয়েছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে সম্মাননা প্রদান করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) হবিগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আত্মহত্যা প্রতিরোধ ও দাঙ্গা প্রতিরোধে করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালা শেষে জেলা প্রশাসক ড,মো: ফরিদুর রহমান ইউএনও রুহুল আমিনের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
অনুষ্ঠানে হবিগঞ্জের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)সহ বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্মাননা গ্রহণের পর ইউএনও মো: রুহুল আমিন বলেন,জন্ম ও মৃত্যু নিবন্ধন শতভাগ নিশ্চিত করা সরকারের একটি অঙ্গীকার। নবীগঞ্জ উপজেলায় এ অঙ্গীকার বাস্তবায়নে নিরলসভাবে কাজ করেছি। এ অর্জন শুধু আমার নয়, এটি নবীগঞ্জ উপজেলার সব কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টার ফল। তিনি আরও বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন মানুষের মৌলিক অধিকার রক্ষার পাশাপাশি জাতীয় উন্নয়নের অন্যতম ভিত্তি। সঠিক তথ্যভান্ডার গড়ে উঠলে উন্নয়ন পরিকল্পনা আরও কার্যকর হয়।
কর্মশালায় বক্তারা আত্মহত্যা প্রতিরোধে সামাজিক সচেতনতা এবং পারিবারিক বন্ধন শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে দাঙ্গা প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। নবীগঞ্জ উপজেলায় শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্নের মাধ্যমে মো: রুহুল আমিন জেলার অন্যান্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মধ্যে বিশেষ স্বীকৃতি অর্জন করেছেন। এ সাফল্য ভবিষ্যতে অন্যান্য উপজেলাকেও অনুপ্রাণিত করবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা