-
- জাতীয়
- ঢাকা-সিলেট মহাসড়কের আউশকান্দিতে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন
- আপডেট টাইম : January, 5, 2026, 8:47 pm
- 7 বার
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি থেকে নিলাম বাজার (কিবরিয়া রোড) সংযোগস্থল ও বাজারে প্রবেশদ্বারে একটি আন্ডারপাস নির্মাণের দাবিতে উত্তাল হয়ে উঠেছে এলাকা। সোমবার (৫ জানুয়ারি) সকাল ১১টায় এলাকার ১০টি গ্রামের সর্বস্তরের ছাত্র-জনতার উদ্যোগে এক বিশাল মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট মুরব্বি হাজী শানুর মিয়ার সভাপতিত্বে এবং শ্রমিক নেতা রোমান মিয়া ও বদরুজ্জামান ছানুর যৌথ পরিচালনায় মানববন্ধনে রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সংহতি প্রকাশ করেন।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব হবিগঞ্জ ৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব জি.কে গউছ। উপস্থিত ছিলেন হবিগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর রেজা কিবরিয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী শাহজাহান আলী, উপজেলা বিএনপির সভাপতি মতিউর রহমান (পিয়ারা) এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান শেফু।
বক্তারা বলেন, আউশকান্দি বাজার একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র। এখানে স্কুল-কলেজ, মাদ্রাসা ও ব্যাংকিং প্রতিষ্ঠান থাকায় প্রতিদিন হাজার হাজার শিক্ষার্থী ও সাধারণ মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে মহাসড়ক পার হতে হয়। প্রস্তাবিত ৬ লেন মহাসড়ক প্রকল্প বাস্তবায়িত হলে এই ঝুঁকি আরও বাড়বে। তাই জনস্বার্থে এখানে একটি আন্ডারপাস নির্মাণ এখন সময়ের দাবি।
অন্যান্যের মধ্যে মানববন্ধনে বক্তব্য রাখেন ও অংশ নেন,আউশকান্দি র.প. উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইকবাল বাহার তালুকদার। নবীগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি শাহ্ সুলতান আহমেদ। ইউপি বিএনপির সভাপতি শাহ্ এবাদুর রহমান দ্বারা, আব্দুল হামিদ নিকছন ও দুদু মিয়া চৌধুরী,সাংবাদিক এম. মুজিবুর রহমান, আব্দুল কাইয়ূম প্রমূখ।
এলাকাবাসীর পক্ষে আন্দোলনকারীরা জানান, গত কয়েক বছরে এই স্থানে সড়ক পারাপারের সময় অন্তত ১২ জন মানুষ প্রাণ হারিয়েছেন এবং অসংখ্য মানুষ পঙ্গুত্ব বরণ করেছেন। দ্রুতগতির যানবাহনের কারণে প্রায়ই কৃষকের গবাদি পশু মারা যাচ্ছে। বিশেষ করে শিশু ও কিশোর শিক্ষার্থীদের জন্য এই সড়ক পারাপার এখন মরণফাঁদে পরিণত হয়েছে।
সহস্রাধিক ছাত্র-জনতার উপস্থিতিতে অনুষ্ঠিত এই মানববন্ধন থেকে সরকারের সংশ্লিষ্ট মহলের প্রতি দ্রুত এই স্থানে একটি আন্ডারপাস নির্মাণের কার্যকর ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানানো হয়। দাবি আদায় না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply