নবীগঞ্জ প্রতিনিধি ॥ দৈনিক কালবেলার নবীগঞ্জ প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন নবীগঞ্জ প্রেসক্লাবের সদস্য অঞ্জন রায়। সোমবার দৈনিক কালবেলার সম্পাদক সন্তোষ শর্মা স্বাক্ষরিত নিয়োগপত্রে তাকে নবীগঞ্জ উপজেলায় প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করার অনুমতি দেওয়া হয়েছে।
অঞ্জন রায় নবীগঞ্জ প্রেসক্লাবের সদস্য এবং ইতিপূর্বে একাধিক জাতীয় ও স্থানীয় পত্রিকা এবং অনলাইন নিউজ পোর্টালে সাংবাদিকতা করেছেন। দীর্ঘদিন ধরে তিনি বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে নবীগঞ্জের গণমাধ্যম অঙ্গনে সুনাম অর্জন করেছেন।
নিয়োগ পাওয়ার পর অঞ্জন রায় বলেন, “দৈনিক কালবেলার মতো একটি জাতীয় দৈনিকের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য অত্যন্ত সম্মানের বিষয়। আমি সর্বদা সত্য ও ন্যায়ের পথে থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সচেষ্ট থাকবো।”
এদিকে, নবীগঞ্জের সাংবাদিক মহল, সহকর্মী ও শুভাকাঙ্খীরা অঞ্জন রায়কে অভিনন্দন জানিয়েছেন এবং তার নতুন দায়িত্ব পালনে সার্বিক সফলতা কামনা করেছেন।
Leave a Reply