নবীগঞ্জে অনলাইন প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নবীগঞ্জ প্রতিনিধি ::জাতীয় অনলাইন প্রেসক্লাবের অন্তর্ভুক্ত নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের এক জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা ৭টায় ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি হীরাগঞ্জ মধ্যবাজারস্থ অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় নবীগঞ্জে কর্মরত সাংবাদিকরা দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। তাঁরা প্রশাসনের দেশব্যাপী সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকবিরোধী সার্বিক অভিযানের ভূয়সী প্রশংসা করেন। বক্তারা বলেন, অনলাইন মিডিয়ার ভূমিকা আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশ অনলাইন মিডিয়ার তথ্য ও দিকনির্দেশনা কাজে লাগিয়ে দেশকে সচেতন করে তুলছে।

সভায় বক্তারা আরও বলেন, মিডিয়াকর্মীরাই দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সংবাদ প্রকাশের মাধ্যমে দেশের উন্নয়ন অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। নবীগঞ্জের সাংবাদিকরা সততা ও নিষ্ঠার সাথে কাজ করে দেশকে এগিয়ে নিতে বদ্ধপরিকর। তাঁদের বিশ্বাস, কেবল সাংবাদিকদের দৃঢ় অবস্থানই পারে একটি দেশকে দুর্নীতি মুক্ত করে উন্নয়নের শিখরে পৌঁছে দিতে।

সভায় সভাপতিত্ব করেন নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক আব্দুল কাইয়ুম এবং পরিচালনা করেন নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাবেক সভাপতি বুলবুল আহমদ।

এসময় উপস্থিত ছিলেন,দৈনিক চৌকস-এর নবীগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ ছাদিকুল ইসলাম,মর্নিং পোস্ট-এর প্রতিনিধি সুলতান মাহমুদ,দৈনিক সংবাদ সারাবেলা-এর প্রতিনিধি জাকির হোসেন,দেশের পত্র প্রতিকার-এর প্রতিনিধি জসিম উদ্দিন,অগ্নিশিখা পত্রিকার প্রতিনিধি ফরহাদ আহমদ,হাফেজ আরজু মিয়া,শেরপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুস সালাম আজাদ,ডাক্তার পলাশ চৌধুরী,রাসেল আহমদ,তরুণ মেধাবী ছাত্র নাফি আহমদ, রায়হান আহমেদসহ আরও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা