নবীগঞ্জে পুলিশের কাছে থেকে আসামি ছিনতাইয়ের ঘটনায় শ্রমিক নেতাসহ দুই আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারক্তরা হলেন,আউশকান্দি ইউনিয়নের রায়পুর গ্রামের মৃত কালা মিয়ার পুত্র শ্রমিক নেতা দিলশাদ মেম্বার(৫০) ও আউশকান্দি ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক একই গ্রামের মৃত ফারুক মিয়ার পুত্র মো: মহসিন মিয়া(৪২)।
গতকাল মঙ্গলবার সকালে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কামাল হোসেন পিপিএম এর নেতৃত্বে এসআই তরিকুল ইসলাম ও এসআই সুমনসহ একদল পুলিশ নবীগঞ্জ গাজীরটেক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করেন।
উল্লেখ্য, গত ২২-মার্চ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি বাজারে একটি ব্যবসা প্রতিষ্ঠানে পুলিশ গাড়ি পুড়ানোর বিস্ফোরক মামলার সন্দিগ্ধ আসামি হিসাবে দিলশাদ মেম্বারকে গ্রেফতার করে। নবীগঞ্জ থানার মামলা নং-১৫। তারিখ-১৯/০২/২০২৫ ইং ধারা-১৯৭৪ এর ১৫(১)(ধ)/১৫(৩)/২৫। গ্রেফতারের পর শ্রমিক নেতা দিলশাদ মেম্বারকে তার আত্বীয় স্বজন পুলিশের কাছে থেকে ছিনতাই করে নিয়ে যায়। এঘটনায় নবীগঞ্জ থানায় মামলা হয়। রায়পুর গ্রামের আরও তিনজনকে পুলিশ ইতিমধ্যে গ্রেফতার করেছে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন পিপিএম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, শহরের গাজির টেক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
Leave a Reply