নবীগঞ্জে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নবীগঞ্জ( হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা :নবীগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত  শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে পৃথক অভিযান চালিয়ে নবীগঞ্জ থানার এসআই মেহেদী তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন,পৌর এলাকার পিরোজপুর গ্রামের কবির মিয়ার ছেলে মো: শরীফ উদ্দিন(৫৫) এবং রাজাবাদ গ্রামের মৃত আনোয়ার আলীর ছেলে মাসুক মিয়া(৫২)। তাদের কাছ থেকে মোট ৩২ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ কামরুজ্জামান বলেন, মাদক আমাদের সমাজকে ধ্বংস করছে। কারও সঙ্গে কোনো প্রকার আপস করা হবে না। নিয়মিত অভিযান চলমান থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা