নবীগঞ্জ প্রতিনিধি: দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর সোমবার (৩১ মার্চ) সারা দেশের ন্যায় নবীগঞ্জেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। ঈদের আনন্দ ভাগাভাগি করতে সকাল থেকেই বিভিন্ন ঈদগাহ ময়দানে মুসল্লিদের ঢল নামে। নামাজ শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে ঈদের খুশি ভাগ করে নেন সর্বস্তরের মানুষ।
ঈদের দিন নবীগঞ্জ থানায়ও ছিল আনন্দঘন পরিবেশ। ঈদের নামাজ শেষে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন পিপিএম থানার সকল পুলিশ সদস্যদের সঙ্গে কুশলাদি ও ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। তিনি পুলিশ সদস্যদের সঙ্গে কোলাকুলি করে ঈদের আনন্দ ভাগাভাগি করেন এবং তাদের ঈদের দিনে দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ জানান।
এ সময় ওসি কামাল হোসেন বলেন, “ঈদ মানে আনন্দ, ঈদ মানে ভ্রাতৃত্ব। নবীগঞ্জবাসীর ঈদ আনন্দ যেন নিরাপদ ও নির্বিঘ্ন হয়, সে জন্য আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি। পুলিশের প্রতিটি সদস্য ঈদের দিনেও জনগণের সেবা নিশ্চিত করতে দায়িত্ব পালন করছে। আমি নবীগঞ্জ থানার পক্ষ থেকে সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাই।”
পরে থানার পক্ষ থেকে পুলিশ সদস্যদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। ঈদের দিন নবীগঞ্জ শহরে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকায় সন্তোষ প্রকাশ করেন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।
Leave a Reply