নবীগঞ্জে উদ্ধারকৃত ২০টি বন্য বালিহাস পাখি অবমুক্ত

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:: নবীগঞ্জে উদ্ধার হওয়া ২০টি বন্য বালিহাস পাখি প্রকৃতিতে অবমুক্ত করা হয়েছে। বুধবার ২৯ অক্টোবর) সকালে সিলেট বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত বন রেঞ্জ কর্মকর্তা ও হবিগঞ্জ বন্যপ্রাণী রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেনের নেতৃত্বে নবীগঞ্জ পৌর এলাকার সালামতপুর শেরপুর রোড থেকে পাখিগুলো উদ্ধার করা হয়। পরে সালামতপুর বাইপাস রোড সংলগ্ন একটি ডোবার প্রাঙ্গণে সেগুলো অবমুক্ত করা হয়।

পাখি অবমুক্ত করার সময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন, সিলেট বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত বন রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম, হবিগঞ্জ বন্যপ্রাণী রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেনসহ বন বিভাগের আরও কয়েকজন কর্মকর্তা।

এ ঘটনায় বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২-এর ৩৮(২) ধারার অপরাধে অবৈধভাবে পাখি শিকার ও বিক্রয়ের দায়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে দুই ব্যক্তিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন,নবীগঞ্জ উপজেলার পূর্ব দেবপাড়া গ্রামের মৃত মোস্তফা মিয়ার পুত্র সজ্জাদ মিয়া এবং নবীগঞ্জ পৌর এলাকার চরগাঁও গ্রামের এংরাজ মিয়ার পুত্র জয়নাল মিয়া।

সিলেট বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত বন রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম বলেন, বন্যপ্রাণী ও পরিবেশের ভারসাম্য রক্ষায় অবৈধভাবে পাখি শিকার একটি গুরুতর অপরাধ। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা