নবীগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে ১০জনের জামানত বাজেয়াপ্ত

নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে মোট প্রদত্ত ভোটের ১৫ শতাংশ ভোট না পাওয়ায় চেয়ারম্যান পদে ৮ প্রার্থীর মধ্যে ৪ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। ভাইস চেয়ারম্যান পদে ৯জনের মধ্যে জামানত হারিয়েছেন ৬জন।

চেয়ারম্যান পদে জামানত হারিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ইমদাদুর রহমান মুকুল (প্রাপ্ত ভোট ১৭০৪৭), জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরী (প্রাপ্ত ভোট ৩৩৭৬), শাহ আবুল খায়ের (প্রাপ্ত ভোট ১৯৫০) ও শেখ মোস্তফা কামাল (প্রাপ্ত ভোট ১৯০৫)।

ভাইস চেয়ারম্যান পদে জামানত হারিয়েছেন আলমগীর চৌধুরী সালমান (প্রাপ্ত ভোট ৯ হাজার ৩৮১), অনর উদ্দিন জাহিদ (প্রাপ্ত ভোট ৭ হাজার ৪৬), রুবেল আহমদ তালুকদার (প্রাপ্ত ভোট ৬ হাজার ৯৪০), আব্দুল আলী ইয়াছিনী (প্রাপ্ত ভোট ৬ হাজার ৬০৯), মুরাদ আহমদ (প্রাপ্ত ভোট ১ হাজার ৮৮৩ ভোট), হেলাল চৌধুরী (প্রাপ্ত ভোট ১ হাজার ২৬১)।

এ উপজেলায় মোট ভোট পড়েছে ১ লাখ ১৪ হাজার ৬২৯টি। জামানত ফেরত পেতে একজন প্রার্থীকে পেতে হয় ১৭ হাজার ১৯৪ ভোট।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. সাদিকুর রহমান জানান, নির্বাচনী আইন অনুযায়ী জামানত ফেরত পেতে প্রত্যেক প্রার্থীকে মোট প্রদত্ত ভোটের ১৫ শতাংশ পেতে হয়। সে হিসেবে যদি কেউ তার কম ভোট পান তবে বিধি অনুযায়ী তাদের জামানত বাজেয়াপ্ত হয়।

উল্লেখ্য- ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপে ২১ মে নবীগঞ্জ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির বহিষ্কৃত যুগ্ম আহবায়ক স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী শেফু (চিংড়ি) প্রতীকে ২৫ হাজার ১৫৯ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী বর্তমান উপজেলা চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী ফজলুল হক চৌধুরী সেলিম (ঘোড়া) প্রতীকে পেয়েছেন- ২১ হাজার ৭৫১ ভোট।। ভাইস চেয়ারম্যান পদে- নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী (তালা) প্রতীকে ৩৯ হাজার ৭৬০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী সিদ্দিকুর রহমান (বই) প্রতীকে পেয়েছেন ১৮হাজার ৪৪১। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮৬ হাজার ৬১৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন নবীগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ ছইফা রহমান ককলী (ফুটবল) প্রতীকে বিজয়ী হয়েছেন । তার নিকটতম প্রতিদ্ব›দ্বী বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম হাঁস প্রতীকে পেয়েছেন ২৩ হাজার ৫৪৪।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা