-
- জাতীয়
- নবীগঞ্জে উর্বর কৃষি জমিতে অবৈধ মাটি কাটার দায়ে জরিমানা
- আপডেট টাইম : January, 16, 2026, 2:21 am
- 13 বার
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি।। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় অনুমতি ছাড়া উর্বর কৃষি জমি থেকে মাটি কেটে পুকুর তৈরি ও জমির শ্রেণি পরিবর্তনের দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ৫ ঘটিকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে কালিয়ারভাঙ্গা ইউনিয়নের পুরানগাঁও গ্রামে এ অভিযান দেওয়া হয়েছে।
অভিযানে দেখা যায়, ইমামবাড়ি বাজার সংলগ্ন পুরানগাঁও স্কুলের পেছনে ইয়াহিয়া মিয়ার মালিকানাধীন উর্বর ধানী কৃষি জমিতে এক্সেভেটর ব্যবহার করে অবৈধভাবে মাটি কাটা হচ্ছে। এ সময় অভিযুক্ত ব্যক্তি মৃত আলীম উদ্দিনের ছেলে আবিদ মিয়া কোনো প্রকার সরকারি অনুমতি ছাড়াই কৃষি জমি থেকে মাটি কাটার বিষয়টি স্বীকার করেন।
এ অপরাধে তার বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৭(ক) ধারায় মামলা দায়ের করে ভ্রাম্যমাণ আদালত তাকে এক লাখ টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম। তিনি জানান, কৃষিজমি সুরক্ষা ও অবৈধভাবে মাটি কাটা প্রতিরোধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply