-
- জাতীয়
- নবীগঞ্জে কুশিয়ারা নদী থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার, নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নিয়ে প্রশ্ন
- আপডেট টাইম : October, 13, 2025, 4:35 pm
- 40 বার
নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা :হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কুশিয়ারা নদীতে কাজ করতে গিয়ে নিখোঁজ হওয়ার একদিন পর এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
নিহতের নাম মো. গোলাম রাব্বী (৩২)। তিনি বরিশাল জেলার বরগুনা উপজেলার বাসিন্দা ও মৃত আব্দুল হকের পুত্র।
জানা গেছে, রবিবার (১২ অক্টোবর) দুপুরে এম.বি. নীলামনি নামের একটি শিপিং লাইন্সের নিচের অংশে মেরামতের কাজে পানিতে নামেন তিন শ্রমিক গোলাম রাব্বী, নাজমুল হোসাইন (২৫) ও শহিদুল ইসলাম। কাজ চলাকালীন গোলাম রাব্বী পানির নিচে গিয়ে আর উপরে উঠতে পারেননি।
শ্রমিক নাজমুল হোসাইন বলেন,আমরা তিনজন একসঙ্গে পানিতে নামি। কিছু সময় পর রাব্বী নিচে যায় ফুটো বন্ধ করতে, কিন্তু পরে তাকে আর দেখা যায়নি। পরে ফায়ার সার্ভিসের দল এসে উদ্ধার কাজ শুরু করে।
স্থানীয়রা জানান, কুশিয়ারা নদীতে প্রতিনিয়ত বালু পরিবহন ও মেরামত কাজ চলায় শ্রমিকদের জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা দরকার। নদীর কাজগুলো যেন নিয়ম মেনে ও নিরাপদভাবে সম্পন্ন হয়,এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।
হবিগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. ফখরুল ইসলাম জানান,অন্ধকারের কারণে প্রথমদিন উদ্ধার অভিযান স্থগিত করতে হয়েছিল। পরদিন সকালে অভিযান চালিয়ে মরদেহ উদ্ধার করা হয়।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কামরুজ্জামান বলেন, ফায়ার সার্ভিসের সহযোগিতায় শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল শেষে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply