-
- জাতীয়
- নবীগঞ্জে গলায় ফাঁস দিয়ে বৃদ্ধের আত্মহত্যা
- আপডেট টাইম : April, 23, 2025, 2:07 pm
- 177 বার
নবীগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা::হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় মোঃ আনোয়ার হোসেন (৭০) নামের এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার বাউসা ইউনিয়নের ১নং ওয়ার্ডের সুজাপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, উল্লেখিত সুজাপুর গ্রামের মোঃ আনোয়ার হোসেন দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। বুধবার (২৩ এপ্রিল) রাতে পরিবারের অন্য সদস্যরা ঘুমিয়ে থাকার সময় আনোয়ার হোসেন ঘরের তীরের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। পরে ভোরে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই রিপন চন্দ্র দাস ঘটনাস্থলে পৌঁছে মৃতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য লাশ হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কামাল হোসেন জানান, প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply