-
- জাতীয়
- নবীগঞ্জে গলায় ফাঁস দিয়ে যুবকের মৃত্যু
- আপডেট টাইম : October, 3, 2025, 11:35 pm
- 50 বার
সাগর আহমেদ::নবীগঞ্জ পৌরসভায় গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩ অক্টোবর) রাত ৮টার দিকে পৌর এলাকার গয়াহরি হোমল্যান্ড আইডিয়াল স্কুলসংলগ্ন একটি ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত যুবকের নাম রাহেল মিয়া (২৫)। তিনি স্কুলটির নাইটগার্ড আলাল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আলাল মিয়া স্কুলে চাকরির পাশাপাশি গাড়ি চালাতেন। প্রতিদিনের মতো শুক্রবারও তিনি গাড়ি নিয়ে বের হয়ে যান। এসময় তার ছেলে রাহেল মিয়া পাশের দোকান বন্ধ করে খালি ঘরে সিলিং ফ্যানের সাথে গাড়ির রাবারের বেল্ট ও রশি ব্যবহার করে গলায় ফাঁস দেন।
খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই সাদরুল আমীনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঝুলন্ত লাশ উদ্ধার করে। পরে সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, আত্মহত্যার কারণ এখনো জানা যায়নি। তবে ময়না তদন্তের রিপোর্ট আসার পর বিস্তারিত জানা যাবে।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply