নবীগঞ্জে চোরাই মোবাইল উদ্ধার অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৬,আটক ৪

নবীগঞ্জ প্রতিনিধি::

হবিগঞ্জের নবীগঞ্জে চোরাই মোবাইল উদ্ধারে অভিযান চালাতে গিয়ে দুর্ধর্ষ হামলার শিকার হয়েছে পুলিশ। এ ঘটনায় নবীগঞ্জ থানার ৬ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। গুরুতর আহত কনস্টেবল শাহ ইমরানকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর অন্তত ৪ জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে শহরের আনমনু এলাকায় মোবাইল চুরির মামলার এক আসামি সোহেলকে গ্রেপ্তার করে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাত ১১টার দিকে উপজেলার শিবপাশা নোয়াপাড়া এলাকায় আরও দুজনকে ধরতে গেলে চোর চক্র ও তাদের সহযোগীরা পুলিশ সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়।

এ সময় নবীগঞ্জ থানার এসআই মেহেদী হাসান, এএসআই মোশারফ হোসেন, কনস্টেবল শাহ ইমরান, জুবাইদুল্লাহ মুন্সী, গউস উদ্দিন ও পল্টন চন্দ্র দাশ আহত হন। আহতদের মধ্যে কনস্টেবল শাহ ইমরানের চোখের নিচে দায়ের কোপ লেগে গুরুতর জখম হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা শেষে থানায় ফিরে গেছেন।

ওসি কামরুজ্জামান জানান, বাবুল ও রুমন নামে দুই আসামিকে ধরতে গেলে তাদের সহযোগীরা হামলা চালিয়ে আসামিদের ছিনিয়ে নেয়। তবে ঘটনার পর অভিযান চালিয়ে মামুন মিয়াসহ চারজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

হবিগঞ্জের পুলিশ সুপার এমএ এন সাজেদুর রহমান বলেন, এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাইকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। আইন অনুযায়ী তাদের কঠোর শাস্তি দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা