নবীগঞ্জে ছায়া তদন্তে সফলতা, দুইজনকে আ*-টক করেছে র‍্যা*-ব

ডেস্ক রিপোর্ট ::নবীগঞ্জে কাপড় ব্যবসায়ীর গাড়িতে সংঘটিত ডাকাতির ঘটনায় দুইজনকে আটক করেছে র‍্যাব-৯। বুধবার (২৮ অক্টোবর) গভীর রাতে চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের নতুনব্রীজ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন,বাহুবল উপজেলার বাগেরখাল এলাকার মৃত সমুছু মিয়ার পুত্র মিজানুর রহমান ওরফে রমজান
এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার লক্ষ্মীপুর গ্রামের আসাদ মিয়া (৩৫), পিতা শুক্কুর আলী।

র‍্যাব সূত্রে জানা যায়, গত ১৮ অক্টোবর রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে সিলেটের বিয়ানীবাজারের কাপড় ব্যবসায়ী মো. নিয়াজ উদ্দিন নরসিংদীর বাবুরহাট থেকে কাপড় ও অন্যান্য মালামাল ক্রয় করে নিজ এলাকায় ফিরছিলেন।
নবীগঞ্জ উপজেলার সাতাইহাল এলাকায় পৌঁছালে একটি লাল রঙের পিকআপ ভ্যান তার গাড়ির সামনে এসে গতিরোধ করে।

ভ্যান থেকে কয়েকজন ব্যক্তি নেমে ব্যবসায়ী নিয়াজ উদ্দিন ও তার দুই সহযোগীকে জিম্মি করে এবং নগদ অর্থ, মোবাইল ফোন ও কাপড়সহ প্রায় ৬ লাখ ২৬ হাজার টাকার মালামাল নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

ঘটনার পর নিয়াজ উদ্দিন নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
পরবর্তীতে র‍্যাব-৯ মামলাটির ছায়া তদন্ত শুরু করে এবং গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে অভিযান চালিয়ে দুই আসামিকে আটক করে।

র‍্যাব জানায়, আটককৃতদের নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে এবং মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা