-
- জাতীয়
- নবীগঞ্জে জনতার হাতে দুই ছিনতাইকারী আটক
- আপডেট টাইম : May, 15, 2025, 10:08 pm
- 61 বার
নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা :
নবীগঞ্জ শহরে একটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে প্রাইম ব্যাংক লিমিটেড নবীগঞ্জ শাখা থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে এক বৃদ্ধ কৃষকের কাছ থেকে জোরপূর্বক টাকা ছিনিয়ে নেওয়ার সময় দুই ছিনতাইকারী যুবক জনতার হাতে আটক হন। পরবর্তীতে তাদের গণপিটুনি দিয়ে স্থানীয় কাউন্সিলর আব্দুস ছোবহানের জিম্মায় দেওয়া হয় থানায় সোপর্দ করার জন্য।
প্রত্যক্ষদর্শীরা জানান, নবীগঞ্জ উপজেলার মিল্লিক গ্রামের বাসিন্দা কৃষক মাসুক মিয়া ব্যাংক থেকে ২০ হাজার টাকা উত্তোলন করে নিচে নামার সঙ্গে সঙ্গে তিন ছিনতাইকারী তার ওপর হামলা চালিয়ে টাকা ছিনিয়ে পালানোর চেষ্টা করে। এসময় তার চিৎকারে স্থানীয় বিএনপি নেতা ও নবীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম মিটু, সাবেক কাউন্সিলর নিয়ামুল হক এবং সাবেক ছাত্রনেতা ছমিরুল হক চৌধুরী দ্রুত এগিয়ে এসে দুইজন ছিনতাইকারীকে ধরে ফেলেন। অন্য একজন ছিনতাইকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
আটককৃত দুই ছিনতাইকারী হলেন: উপজেলার পৌর এলাকার কানাইপুর গ্রামের আব্দাল মিয়ার পুত্র দিলদার মিয়া ও একই এলার আবুল মিয়ার পুত্র জাহাঙ্গীর মিয়া। জনতা তাদের কাছ থেকে ছিনতাইকৃত ২০ হাজার টাকা উদ্ধার করে এবং পরে উত্তম-মধ্যম দিয়ে স্থানীয় কাউন্সিলর আব্দুস ছোবহানের জিম্মায় দেয় থানায় হস্তান্তরের জন্য।
বিএনপি নেতা আবুল কালাম মিটু বলেন, আমরা ছিনতাইকারীদের ধরে স্থানীয় কাউন্সিলরের জিম্মায় দিই, তিনি থানায় দেবেন বলে জানান। কিন্তু তারা থানায় হস্তান্তর হয়েছে কি না তা আমি নিশ্চিত নই।
বিষয়টি জানতে সাবেক কাউন্সিলর আব্দুস ছোবহানের মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল বন্ধ পাওয়া যায়।
এদিকে ঘটনার ছবি ও ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ভাইরাল হয়েছে, যা জনমনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেন জানিয়েছেন, এই ঘটনায় এখনো পর্যন্ত থানায় কোনো ছিনতাইকারী হস্তান্তর করা হয়নি।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply