-
- জাতীয়
- নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে মাইক্রোবাস ও পিকআপের সংঘর্ষে আহত ৬
- আপডেট টাইম : February, 23, 2025, 7:41 pm
- 71 বার
নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা :ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের মডেল বাজার এলাকায় মাইক্রোবাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রবিবার দুপুরে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের মডেল বাজারের সামনে শেরপুর ডিআই পিকআপ (১১-০৬৬৬) এবং ঢাকাগামী এক্স নোহা (ঢাকা মেট্রো-চ ১৫-১২৮১) মুখোমুখি সংঘর্ষে ছয়জন আহত হন।
স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
দুর্ঘটনার খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পিকআপ ও মাইক্রোবাস জব্দ করে থানায় নিয়ে যায়।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply