নবীগঞ্জে তারাবির নামাজের পর ছুরিকাঘাতে প্রাণ গেল এক মুসল্লির

এম, এ আহমদ আজাদ, নবীগঞ্জ (হবিগঞ্জ): নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট দক্ষিণ পাড়া জামে মসজিদে তারাবির নামাজ চলাকালে কথাকাটাকাটির জেরে এক ব্যক্তি ছুরিকাঘাতে নিহত হয়েছেন।

 

গতকাল শুক্রবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, একই গ্রামের মজুদ উল্লাহর পুত্র আব্দুল কাইয়ুম (৫৫) ও কাজী সুন্দর আলীর পুত্র কাজী মুজাহিদ আলী (৩৫)-এর মধ্যে নামাজ চলাকালীন ঈদের জামাত সংক্রান্ত বিষয়ে বাকবিতণ্ডা হয়। নামাজ শেষে বাড়ি ফেরার পথে কাজী মুজাহিদ আলী আব্দুল কাইয়ুমকে ছুরিকাঘাত করেন।

 

গুরুতর আহত অবস্থায় আব্দুল কাইয়ুমকে দ্রুত সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে রাত ১২টার দিকে তিনি মারা যান।

 

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহ রিয়াজ নাদির সুমন বলেন, “আমি শুনেছি, দুজনের মধ্যে ঈদের জামাত সংক্রান্ত বিষয়ে কথা কাটাকাটি হয়েছিল। আমি ঘটনাস্থলে যাচ্ছি।”

 

নবীগঞ্জ থানার ওসি কামাল হোসেন জানান, আমি ঘটনা স্থলে আছি। খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশও ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নিহতের মরদেহ থানায়  আসার পর এবং সুরতহাল শেষে হবিগঞ্জ মর্গে পাঠানো হবে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা