নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলায় দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ইসলামিক ফাউন্ডেশন নবীগঞ্জ উপজেলার আয়োজনে দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে নবীগঞ্জ উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোঃ সোলাইমানের সভাপতিত্বে উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা পজীপ কর্মকর্তা সাকিল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা মোঃ সাজ্জাদুর রহমান, মাওলানা মোঃ শাহ আলম, মাওলানা মোঃ মুস্তাকিম বিল্লাহ, মাওলানা মোঃ মাহবুবুর রহমান, মাওলানা মোঃ মুজির উদ্দিন, মাওলানা মোঃ হাবিবুর রহমান, মাওলানা মোঃ আসাদ খানসহ আরও অনেকেই। সেমিনারে বক্তারা বলেন- দেশের দারিদ্র বিমোচনে যাকাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে উল্লেখ করে যাকাত প্রদানে সবাইকে এগিয়ে আসার আহবান জানানো হয়।
Leave a Reply