- 
- জাতীয়
- নবীগঞ্জে দৃর্বৃত্তরা রাতের আধারে পুড়িয়ে দিয়েছে তিনটি ঘর
        - আপডেট টাইম : May, 23, 2021, 8:27 pm
-  333 বার
বুলবুল আহমেদ:: নবীগঞ্জে রাতের আধারে হিন্দু সম্প্রদায়ের খড়ের ঘর, গোয়ালঘর ও লাকড়ির ঘর পুঁড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ঘরের মালিক অসহায় কাঞ্চন সুত্রধর স্থানীয় ইউপি সদস্য ও গ্রামবাসীকে বিষয়টি অবহিত করেছেন।  ঘটনা ঘটেছে নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের দরবেশপুর গ্রামে।
 ক্ষতিগ্রস্থ হিন্দু সম্প্রদায় কাঞ্চন সুত্রধর জানান-গত শনিবার রাত ৩ টায় তার বসতবাড়ির খড়ের ঘর,গোয়ালঘর ও লাকড়ির ঘরে দুর্বৃত্তরা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে।
আগুনের লেলিহান শিখা দেখে ওই বাড়ির অন্যান্য লোকজন ও গ্রামবাসীর সহযোগিতায় আপ্রাণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনেন।
 প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে জানিয়ে এব্যাপারে তিনি থানায় অভিযোগ করবেন বলে জানান
  
               
               
                                                 
                
         
     
     
			
	 
	
	 
                
      এ জাতীয় আরো খবর..
               
               
             
				
				
				
					
Leave a Reply