নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি ॥হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার শৌলগড় হাওর থেকে নিখোঁজের একদিন পর মানিক লাল দাশ (৭০) নামে এক বীর মুক্তিযোদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার সোনাপুর গ্রামের মৃত রসময় দাশের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার ভোরে মানিক লাল দাশ বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। পরিবারের সদস্যরা আত্মীয়স্বজন ও পরিচিতদের বাড়িতে খোঁজ নিয়েও কোনো তথ্য পাননি। পরে নবীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে স্থানীয় জেলেরা শৌলগড় হাওরে মাছ ধরার সময় পানিতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান। খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই ছাদরুল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
বীর মুক্তিযোদ্ধা মানিক লাল দাশের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী তার আত্মার মাগফিরাত কামনা করেছেন।
Leave a Reply