নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা:হবিগঞ্জের নবীগঞ্জে টমটম ও সিএনজি ভাড়া নিয়ে সংঘর্ষে নিহত কৃষক ছাব্বির মিয়ার শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমীন।
রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে তিনি উপজেলার দীঘলবাক ইউনিয়নের জামারগাঁও-রাধাপুর গ্রামে গিয়ে নিহতের পরিবারের হাতে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন। একই সঙ্গে জীবিকার সহায়ক হিসেবে ছাব্বির মিয়ার স্ত্রীকে একটি সেলাই মেশিন প্রদান করেন। পাশাপাশি নবীগঞ্জ সমাজসেবা অফিসের পক্ষ থেকে নগদ ৫ হাজার টাকা প্রদান করা হয়।
শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা জানিয়ে ইউএনও রুহুল আমীন বলেন,
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এটি কেবলমাত্র একটি সামান্য সহমর্মিতা। পরিবারের দুঃখ-কষ্টের পাশে সবসময় আমরা আছি। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। সে লক্ষ্যে নবীগঞ্জ থানা পুলিশ কাজ করছে।
তিনি নিহত ছাব্বির মিয়ার আত্মার মাগফেরাত কামনা করে পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের আহ্বান জানান। এসময় এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে নবীগঞ্জ উপজেলার জামারগাঁও ও রাধাপুর গ্রামের ব্যবসায়ী আফজল মিয়ার সঙ্গে ইনাতগঞ্জ ইউনিয়নের কাকুরা ও করিমপুর গ্রামের টমটম ও সিএনজি চালকদের মধ্যে ভাড়া নিয়ে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। পরে উভয় পক্ষ মাইকিং করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় ঘটনাস্থলেই প্রাণ হারান কৃষক ছাব্বির মিয়া।
Leave a Reply