ডেস্ক রিপোর্ট ::
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশের ন্যায় নবীগঞ্জেও পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। ঈদের দিন সকাল সাড়ে ৮টায় ইনাতগঞ্জের তপতী বাগ ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ের আগেই ঈদগাহ মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। ধর্মপ্রাণ মুসল্লিরা নতুন জামা-কাপড় পরে, আনন্দ-উৎসাহ নিয়ে ঈদগাহে উপস্থিত হন।
নামাজ শেষে খুতবা প্রদান করা হয় এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে দেশ, বিশ্ব মুসলিম উম্মাহ এবং শান্তি প্রতিষ্ঠার জন্য দোয়া করা হয়। নামাজে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ হাজারো ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন।
দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ধর্মপ্রাণ মুসলমানরা ঈদের দিন পরস্পরের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে ঈদ উদযাপন করছেন। নামাজ শেষে অনেকেই কবরস্থানে গিয়ে প্রয়াত স্বজনদের জন্য দোয়া করেন। ঈদ উপলক্ষে নবীগঞ্জের বিভিন্ন স্থানে আয়োজন করা হয়েছে পারিবারিক ও সামাজিক নানা আয়োজন।
নবীগঞ্জের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঈদগাহসহ গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। ঈদগাহ মাঠ ও আশপাশের এলাকায় ছিল পুলিশের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।
সব মিলিয়ে ঈদুল ফিতর নবীগঞ্জে আনন্দঘন পরিবেশে উদযাপিত হচ্ছে। সবার মাঝে বইছে ঈদের খুশির আমেজ।
এই প্রতিবেদনে নবীগঞ্জের ঈদুল ফিতর উদযাপনের চিত্র তুলে ধরা হয়েছে। যদি আরও কোনো তথ্য সংযোজন করতে চান বা পরিবর্তন প্রয়োজন হয়, জানাবেন!
Leave a Reply