নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে চোরাইকৃত মোবাইল উদ্ধার ও চোরদের গ্রেফতারকালে পুলিশের উপর হামলা ও ধারালো অস্ত্রের আঘাতে ৬ পুলিশ সদস্য আহত হওয়ায়র ঘটনায় দায়েরী মামলায় রিহাদ মিয়া (১৮) নামে এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রবিবার রাতে নবীগঞ্জ শহরের নতুন বাজার মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। সে পৌর এলাকার নোয়াপাড়া গ্রামের আফাজ মিয়ার ছেলে। পুলিশ সুত্রে জানা যায়, বিগত ৭ অক্টোবর মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১ টায় পুলিশ চোরাই মোবাইল ও চোর রিমন ও তার সহযোগি বাবুলকে আটক করলে রিমনের ভাই, বোন, মা ও তাদের সহযোগিরা ধারালো অস্ত্রসহ পুলিশের উপর হামলা চালায়। এতে ৩ দারোগাসহ ৬ পুলিশ সদস্য গুরুতর আহত হয়। পরে ওসি শেখ কামরুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল গিয়ে আহত পুলিশ সদস্যদের উদ্ধার এবং রিমনের মা, বোন, ভাইসহ ৪ জনকে আটক করেন। পরবর্তীতে ধৃতরাসহ ১৬ জনের নাম উল্লেখ্য করে অজ্ঞাতনামা ৪০/৪৫ জনের বিরুদ্ধে পুলিশ এসল্ট মামলা দায়ের করেন। উক্ত ঘটনার পর থেকেই ঘটনার রিমন মিয়াসহ আসামীরা পুলিশি গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যায়। গতকাল রবিবার রাত ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্ত কর্মকর্তা এসআই জয়ন্ত তালুকদার এর নেতৃত্বে একদল পুলিশ শহরের নতুন বাজার মোড় থেকে রিহাদ মিয়াকে গ্রেফতার করেন। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ওসি শেখ মোঃ কামরুজ্জামান। তিনি বলেন, অপরাপর আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply