নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:সিলেট বিভাগের মান্যবর বিভাগীয় কমিশনার খান মো: রেজা-উন-নবী গত ২৮ অক্টোবর হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলা পরিদর্শন করেন। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা প্রশাসক ড. মো: ফরিদুর রহমান।
দিনব্যাপী এ সফরে মান্যবর বিভাগীয় কমিশনার নবীগঞ্জ উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন ও উদ্বোধন করেন। তিনি সকালে বিবিয়ানা গ্যাস ফিল্ড পরিদর্শনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু করেন। এরপর তিনি নবীগঞ্জ পৌরসভাধীন পৌর পশুর হাটের রাস্তার উদ্বোধন এবং উপজেলা স্কুলের প্রাক-প্রাথমিক মাল্টিমিডিয়া ক্লাসরুমের শুভ উদ্বোধন করেন।
পরে বিভাগীয় কমিশনার উপজেলা শিশু পার্ক পরিদর্শন করেন এবং উপজেলা কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন। মতবিনিময় সভা শেষে তিনি গরিব ও দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন, প্রতিবন্ধীদের মধ্যে সুবর্ণ কার্ড, সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রজেক্টর, প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ, এবং ভিক্ষুকদের পুনর্বাসনের লক্ষ্যে ভ্যানগাড়ি ও দোকান বিতরণ করেন।
এছাড়া উপজেলা পর্যায়ে আয়োজিত গ্রাফিতি ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
পরে বিকেল ৩টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ প্রাঙ্গণে “শিক্ষা সম্মিলন-২০২৫” অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের শিক্ষকবৃন্দ, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, ২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী, এবং ক্লাস্টার ভিত্তিক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ১৮ জন কৃতী শিক্ষার্থী।
শিক্ষা সম্মেলনে উপজেলা পরিষদ প্রাঙ্গণ মিলনমেলায় পরিণত হয়। আলোচনা সভা শেষে কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন বিভাগীয় কমিশনার।
দিনব্যাপী সফরে নবীগঞ্জের উন্নয়ন, শিক্ষা ও সামাজিক অগ্রগতির নানা দিক ঘুরে দেখেন বিভাগীয় কমিশনার, যা স্থানীয়দের মধ্যে অনুপ্রেরণা ও উৎসাহের সঞ্চার করে।
Leave a Reply