নবীগঞ্জে মহাসড়কে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গাড়িতে আগুন

নবীগঞ্জ সংবাদদাতা ::ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের জনতা বাজারের পার্শ্ববর্তী স্থানে সিলিন্ডার বিস্ফোরণ হয়ে একটি প্রাইভেট গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার সকাল ৭ টায় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করেন। পাশাপাশি মহাসড়কে বন্ধ থাকা যান চলাচল স্বাভাবিক করেন।
পরে হাইওয়ে থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি উদ্ধার করে শেরপুর হাইওয়ে থানায় নিয়ে যান।
শেরপুর হাইওয়ে পুলিশের সার্জেন্ট শিশির চন্দ্র দাশ বলেন, অগ্নিকান্ডের ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করি। বর্তমানে যান চলাচল স্বাভাবিক আছে। গাড়িটি উদ্ধার করে হাইওয়ে থানাতে নিয়ে আসছি।এখন পর্যন্ত গাড়ির মালিক পক্ষ বা চালকের কোন সন্ধান পাওয়া যায় নি।
অগ্নিকান্ডের বিষয়টি নিশ্চিত করেন হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আবু তাহের দেওয়ান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা