নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি::
হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভার শান্তিপাড়ায় ঘটে গেলো এক মর্মান্তিক ঘটনা। মাদকাসক্ত এক ছেলে তার মাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে। শুক্রবার (০৪ এপ্রিল) রাত ৯টার দিকে নবীগঞ্জ পৌরসভার হাসপাতাল রোডের নিজস্ব বাসভবনে এ ঘটনা ঘটে।
আহত মা রাহেলা বেগম (৬০) কে প্রথমে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা প্রদান করলেও অবস্থার অবনতি দেখে তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত ছেলে তানভীর আহমেদ চৌধুরী (৩৩) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং পরিবারে অশান্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। ঘটনার দিন সে নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফিরে মায়ের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে রান্নাঘর থেকে ধারালো দা নিয়ে মায়ের উপর হামলা চালায়। মায়ের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাকে আটক করে এবং আহত মাকে হাসপাতালে নিয়ে যান।
নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কামাল হোসেন পিপিএম বলেন, “অভিযুক্ত ছেলেকে ঘটনাস্থল থেকে ধারালো অস্ত্রসহ আটক করা হয়েছে। তাকে থানায় নিয়ে আসা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply