নবীগঞ্জে লতিফিয়া আইডিয়াল মাদরাসার এসএসসি দাখিলে গৌরবময় সাফল্য

নবীগঞ্জ সংবাদদাতা:সিলেট বিভাগের বেসরকারি জরিপ অনুযায়ী এসএসসি দাখিল পরীক্ষায় শীর্ষস্থান অর্জন করেছে নবীগঞ্জের হযরত শাহজালাল লতিফিয়া আইডিয়াল (ক্যাডেট) মাদরাসা। এবারের পরীক্ষায় রুস্তমপুর কেন্দ্র থেকে অংশ নেয় ২৮ জন শিক্ষার্থী, এর মধ্যে ১৩ জন ‘এ প্লাস’ ও ৩ জন ‘গোল্ডেন এ প্লাস’ অর্জন করেছে।

৫৫০ শিক্ষার্থীর মধ্যে ৫০০ জন আবাসিক। ১৩ জন শিক্ষক শিক্ষাদানে নিবেদিত। শিক্ষার্থীরা জানিয়েছে—আন্তরিক শিক্ষকতা, কঠোর রুটিন ও শৃঙ্খলার কারণে তারা সফল হয়েছে।

অধ্যক্ষ মাওলানা মুফতি মুজিবুর রহমান বলেন, শিক্ষার্থীদের একাডেমিক উন্নয়নই আমাদের মূল লক্ষ্য। নিয়মিত পর্যবেক্ষণ ও মূল্যায়নের মাধ্যমে আমরা সাফল্য নিশ্চিত করি।

এই সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালনা কমিটির সম্মিলিত প্রচেষ্টা রয়েছে। প্রতিষ্ঠানটি পরিচালনা করছে ৩৬০ আউলিয়া স্মৃতি পরিষদ, প্রবাসীদের সহযোগিতায়, যারা এই মাদরাসাকে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরিত করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা