-
- জাতীয়
- নবীগঞ্জে সাবেক কাউন্সিলর গ্রেফতার
- আপডেট টাইম : April, 23, 2025, 12:54 pm
- 36 বার
নবীগঞ্জ ( হবিগঞ্জ)থেকে নিজস্ব সংবাদদাতা :
নবীগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর মো. নানু মিয়া (৪৫) কে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১০টায় শহরের ওসমানী রোডস্থ শারফিন সুপার মার্কেট এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত নানু মিয়া নবীগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, পৌর যুবলীগের সদস্য এবং নবীগঞ্জ উপজেলা তথ্য প্রযুক্তি লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৮ ফেব্রুয়ারি সারাদেশে ডাকা হরতালের দিন ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর এলাকায় একদল দুর্বৃত্ত একটি প্রাইভেট কারে আ*গুন ধরিয়ে দিয়ে না*শক*তার চেষ্টা চালায়। এ ঘটনায় পরদিন (১৯ ফেব্রুয়ারি) গোপলার বাজার তদন্ত কেন্দ্রের এসআই স্বাধীন চন্দ্র তালুকদার অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন।
মামলার তদন্তে মো. নানু মিয়ার সম্পৃক্ততা পাওয়ায় গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারের খবর ছড়িয়ে পড়ার পরপরই নানু মিয়ার অনুসারী ২৫-৩০ জন যুবক থানার সামনে জড়ো হয়ে তার মুক্তির দাবিতে স্লোগান দিতে শুরু করেন। এ সময় বিএনপি দলীয় নানা স্লোগান শোনা যায়।
নবীগঞ্জ থানার ওসি মো. কামাল হোসেন বলেন, “ঢাকা-সিলেট মহাসড়কে না*শকতার ঘটনায় দায়ের করা মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মো. নানু মিয়াকে গ্রে*ফতার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply