-
- জাতীয়
- নবীগঞ্জে সাব্বির হত্যাকান্ড।। পুরুষ শুন্য চার গ্রাম
- আপডেট টাইম : September, 4, 2025, 9:36 pm
- 27 বার
নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা ::হবিগঞ্জের নবীগঞ্জে বিবিয়ানা গ্যাস ফিল্ড এলাকায় টমটম ও সিএনজি ভাড়া নিয়ে বিরোধের জেরে ভয়াবহ সংঘর্ষের ঘটনায় নিহত হন কৃষক ছাব্বির মিয়া (৩৫)। এ ঘটনার পর দীঘলবাক ইউনিয়নের জামারগাঁও-রাধাপুর এবং ইনাতগঞ্জ ইউনিয়নের কাকুরা-করিমপুর গ্রাম যেন পুরুষ শুন্য মৃতপুরিতে পরিণত হয়েছে।
সংঘর্ষের ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ উভয় গ্রামে অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেছে।
এদিকে নিহত কৃষক ছাব্বির মিয়ার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মরদেহের ময়নাতদন্ত শেষে গত বুধবার বিকেলে রাধাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
উল্লেখ্য,, গত মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে দীঘলবাক ইউনিয়নের জামারগাঁও ও রাধাপুর গ্রামের ব্যবসায়ী আফজল মিয়ার সঙ্গে ইনাতগঞ্জ ইউনিয়নের কাকুরা ও করিমপুর গ্রামের টমটম চালক রাশেদ, সিএনজি চালক মোহাম্মদ আলী ও সিরাজুলের মধ্যে টমটম ভাড়া নিয়ে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। পরে উভয় পক্ষ মাইকিং করে প্রস্তুতি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
প্রায় এক ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে দেশীয় অস্ত্রশস্ত্র ব্যবহার করা হয়। এতে অন্তত ৫০ জন আহত হন। গুরুতর আহতদের মধ্যে ২০ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সংঘর্ষ চলাকালে ঘটনাস্থলেই নিহত হন জামারগাঁ- রাধাপুর গ্রামের কৃষক ছাব্বির মিয়া।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শেখ কামরুজ্জামান জানিয়েছেন, দুইপক্ষের মধ্যে সংঘর্ষের বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং আহতদের চিকিৎসা সুনিশ্চিত করা হচ্ছে। গ্রেফতারদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply